শরীরের ভালোবাসা
- যাযাবর জীবন
প্রেমিকার বুকে মুখ গুঁজে সুধাই -
খুব ভালোবাসিস বুঝি আমায়?
অনেক অনেক,
কতদূর?
তোমার জন্য মরতে পারি;
আহা! আহা! কি ভালোবাসা! প্রেমিকার কথায় আপ্লুত প্রাণ আমার,
আরেকটু শক্ত জড়িয়ে ধরি;
বিছানার ঝড় থেমে গেলে আদুরে গলায় বলি
জলে চল এবার, চল ডুবি;
না বাবা! আমার বড্ড জলে ভয়, সাঁতার জানি নে; যদি ডুবে যাই!
একটু থমকে গিয়ে সুধাই
তাহলে চল পাহাড়ে যাই
না বাবা উঁচুতে আমার বড্ড ভয়, যদি পড়ে যাই!
এবার চমকে উঠি, সুধাই -
চল না দুজনে পাখি হই, চল ডানা মেলি ভালোবেসে; ঐ নীল আকাশেতে,
যাও তো! বিরক্ত কর না, আমার কি পাখির ডানা? ঘুমুতে দাও তো এবার বাপু;
এর নাম প্রেম
এর নাম ভালোবাসা,
আরে, ভালোবাসা কাম নয়
নয় বিছানা;
ভালোবাসায় ডুবতে হয় জলে
ভালোবাসায় ভাসতে হয় নীলে
প্রেমে আর প্রেমে
দুজনে দুজনে;
শরীর সর্বস্ব ভালোবাসার শুরু ঠোঁটে
সমাপ্তি বিছানাতে।