শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

ভালোবাসার মৃত্যু



ভালোবাসার মৃত্যু
- যাযাবর জীবন

ভালোবাসা কি?
একটি শব্দ
অনেক কবিতা
বহু কাব্যগাথা,
আর অনুভবে ভালোবাসা;

কেও ভালোবাসায় মৃত্যু দেখে
কেও ভালোবাসার মৃত্যু দেখে;

আমি দুটোই দেখেছি
ভালোবেসে
আর ভালোবাসা অনুভবে।



শীতের রাতে



শীতের রাতে
- যাযাবর জীবন

শীতের রাত জুবুথুবু লেপমুড়ি
তোর গরম কাটে কি?
ঠাণ্ডার মধ্যেও প্রতি রাতে স্নান তোর করতেই হয়,
ভিজিয়ে আমায়;

শীতের রাতে।


সীমিত ভালোবাসা



সীমিত ভালোবাসা
- যাযাবর জীবন

স্পর্শের ওপারে তুই
ইচ্ছে ছুঁয়ে দেখার
হৃদয়ের ওপারে তুই
তবুও ভালোবাসার;

মানুষ হওয়ার অনেক যন্ত্রণা
সব কথা মুখে বলা যায় না
সীমিত ভালোবাসায় কাটিয়ে দিতে হয় জ্যোৎস্না।



বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

উঁইপোকার খাদ্য



উঁইপোকার খাদ্য
- যাযাবর জীবন

শাড়িটা সে রাতেও পড়েছিলি ব্লাউজ ছাড়া
প্রগলভ নারীদেহ একপ্যাঁচে একহারা
বড্ড আক্রমণাত্মক
সাদা দেহে কালো শিফন শাড়িটা;

কেও ভালোবাসা খোঁজে দেহের ভাঁজে
কেও চোখ নামায় পরম লাজে,
রাসপুটিন জন্মায় না যুগে যুগে
রাতভর কাম কাটে উঁইপোকা।



শরীরের গন্ধ



শরীরের গন্ধ
- যাযাবর জীবন

বেলি বকুলের ঘ্রাণ যতই মাখিস তোর সারা গায়
আমার শরীরের গন্ধ তোর ভেতরে রয়ে যায়;
ঘাস বিচালির গন্ধ অনেক মেখেছি গায়
তোর শরীরের গন্ধ তবু কি মন থেকে যায়?



তুই কোথায়?



তুই কোথায়?
- যাযাবর জীবন

তোর ঠোঁটের রেখায় বড্ড প্রগলভতা
আমার জন্য একটু বেশিই বেশি
আয়নায় চুমু খেয়ে কি হবে বল?
রাত হলে আমায় তো সেই অন্ধকারই চুমু খায়......

তুই কোথায়?


মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

প্রেম ও মোহ



প্রেম ও মোহ
- যাযাবর জীবন

পাওয়ার থেকে দেওয়ার ভাগ অনেক বেশি
প্রেমেতে
কাম শরীর সর্বস্ব
মোহেতে শুধুই পেতে চায় মানুষ;

ভালোবাসার তারা কোথায়
সবই দেখি মোহের ফানুশ।


সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

ছাই



ছাই
- যাযাবর জীবন

অন্ধকারের কত রূপ
কত রূপ নারীর!
দেখেছি প্রেমের রঙ
কালো থেকে গভীর;

আমারও সাধ জাগে সূর্য হতে
পুড়তে কিংবা পুড়িয়ে দিতে
ভালোবাসায় ও তোতে;

অন্ধকার পুড়লে কি থাকে?
আমার মুঠো ভরা ছাই
দহ ও দাহের
আমারই।



রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

গন্তব্য ভালোবাসার



গন্তব্য ভালোবাসার

- যাযাবর জীবন

আমাদের শুরু ছিল
শেষ হয় নি
গন্তব্য ছিল
অথচ পথ চলা হয় নি;
এই নীলাকাশ
এই খড়ের মাঠ
এই নদী এই বন
সবাই অপেক্ষায় ছিল
শুধু আমরাই মেতে ছিলাম সেদিন
ঘরকুনো ভালোবাসায়;

আজ কোথায় আমি আর কোথায় তুই!
অথচ দেখ নিয়তির সংযোগ?
ভালোবাসাটা তেমনি বুকে ধরে আছি
অথচ আমাদের নেই কোন যোগাযোগ;
একদমই কি নেই?
তবে চাঁদের দিকে তাকালেই কেন তোর স্পর্শ পাই?
আমি চাঁদনি মাখি ঘোর অমাবস্যায়
তুই তখন হয়তো ঘুম আঁকিস চোখে
কিংবা নির্ঘুম আমায় মনে করে;
অথচ সেদিন যদি নদীর ডাক শুনতাম
ডানা ভাসাতাম নীলাকাশে!
তবে আজ তুই আমার পাশে থাকতি বিছানাতে
আর আমরা স্বপ্ন আঁকতাম দুজনে মিলে
একসাথে;

অথচ আজ আমরা চোখ বুঁজে স্বপ্ন খেলি
চাঁদ উঠলে চাঁদনি মাখি
বৃষ্টি হলে ভিজি ভালোবাসায়
আর চোখের জল লুকোই ঘন কুয়াশায়;

আমরা আজো ভালোবাসি
সেই আগের মতই
দুজন দুজনকে
আর রোদে রোদে অন্ধকার খেলি
সবার চোখের আড়ালে
কেও যাতে বুঝতে না পারে।



শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

কামচোখে পাহাড় দর্শন



কামচোখে পাহাড় দর্শন
- যাযাবর জীবন

বুকের দিকে আড়ে আড়ে কেন তাকাস কেন রে নর?

পাহাড় দেখিস?
বাইতে পারবি?
অনেক শক্তি?
অনেক শৌর্য?

ভালো করে তাকা
বুকের দিকে
স্তনের দিকে,
আড় চোখে নয়
সরাসরি
পূর্ণ দৃষ্টিতে তাকা বুকের দিকে রে কামুক পুরুষ,
তারপর চোখ বন্ধ করে মনে কর
স্তন নিঃসৃত ফোঁটা ফোঁটা দুধে তোর শৌর্য
মনে পড়ে?
ভুলে গেলে না হয় মা কে জিজ্ঞেস কর;
কি! কাম নেমে গেলো?
আহা রে বীর পুরুষ;

নারী'কে বোঝ
কাম নয়
পুরুষ হ তুই
কামুক নয়।





বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

কি আশ্চর্য!



কি আশ্চর্য!
- যাযাবর জীবন

জলকুমারী,
ঘুম আসে না?
রাত গভীর হতে হতে অতল কুয়ো
আমি তোতে নামছি তো নামছিই
ঠাঁই কোথায় প্রেমে?
অথচ কি আশ্চর্য! ভালোবাসি দুজনে;

গাঢ় জ্যোৎস্না দেখছিস তুই ওখানে
রাত ঘন হতে
রূপসার জলঘাটে
এখানে অতল রাত্রিতে আমি আচ্ছন্ন গভীর কুয়াশায়,
চাঁদ চুয়ে চাঁদনি
মন চুয়ে তুই
রাতের দীর্ঘশ্বাসে দুজনা অন্ধকার হয়ে রই;
তারপর কান্না
এখানে আমার
ওখানে তোর
সুখ কোথায় প্রেমে?
অথচ কি আশ্চর্য! ভালোবাসি দুজনে;

তারচেয়ে চল জলে
চল ভিজি
চল ডুবি
দুজনে মিলে
রূপসার নীলে
শীতের জ্যোৎস্না যেখানে মিশেছে কুয়াশায়
সেখানে ডুবিয়ে নে আমায়
তারপর চল হারিয়ে যাই
দুজনেতে দুজনে
ঠোঁটে ঠোঁটে
এক হয়ে;
দুজনে মিলেই না হয় সুখ খুঁজে নেব এবার প্রেমে
আশ্চর্যের কি আছে?
ভালো যে বাসি দুজন দুজনে।





অসমাপ্ত ক্যানভাস



অসমাপ্ত ক্যানভাস
- যাযাবর জীবন

দুপুর রোদে জোনাক দেখেছে কে কবে?
আমি দেখেছি তোর চোখে জোনাক জ্বলে
রাতের সূর্যে আর দিনের অন্ধকারে
দেখেছি আমি মনের টর্চ জ্বেলে;

নদীর জলে অশ্রু দেখেছে কে কবে?
আমি দেখেছি তোর কান্না সাগর তলে
চুমুতে চুমুতে কান্না মুছে দিতে দিতে
লবণে আমার ঠোঁট জ্বলে;

আমি আলোতে যেমন পড়তে পারি তোকে
দিনের মত
রোদের মাঝে সূর্যের টর্চ জ্বেলে;

আমি তেমনি পড়তে পারি তোকে ঘন অন্ধকারে
রাতের মত
অমাবস্যায় জ্যোৎস্না বাতি জ্বেলে;

জানিস!
তোকে নিয়ে কবিতাটা আজো শেষ করতে পারি নাই;
কিভাবে করব বল?
অর্ধেক কবিতা ক্যানভাসে আঁকতে আঁকতে
বাকি অর্ধেক মুছে যায় তোর চোখের জলে।




বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

ভালোবাসা-হীন কাম



ভালোবাসা-হীন কাম
- যাযাবর জীবন

রিপুর নিয়ম মেনে
শরীর তো কথা বলবেই শরীরের সাথে
মন কি সাড়া দেয়?
ভালোবাসা-হীন কামনাতে;

ভালোবাসা বিহীন রমণে পার্থক্য কোথায়?
পশু আর মানবেতে।


চাঁদনি ও চাঁদ



চাঁদনি ও চাঁদ
- যাযাবর জীবন

ছবিতে বানর সুন্দর, কম কিসে হনুমান!
আমি তোকে মাথায় বসাব না;
মাথার ওপর ধা তিন তিন
ভালো লাগে না।

ছবিতে বিড়াল সুন্দর, মন কাড়া বাঘিনী
আমি তোকে চিরতে দেব না;
অনেক দেখেছি রক্তাক্ত থাবা
আর সয় না।

ছবিতে মায়াবিনী হরিণ চোখ, মায়া দেখেছিস গরুর চোখে?
তোর কান্নায় এখন আর যায় আসে না;
কলায় ভেঙেছি কোমর
সয়েছি অনেক ছলনা।

ছবিতে কেউটে মন মনোহর, নৃত্যরত মামবার তো কথাই নেই!
ছোবল মারায় তোর জুড়ি মেলা ভার;
দংশন আর প্রেমেতে ফারাক উনিশ আর বিশ
আমার সারা শরীরে ঠাসা আছে বিষ।

যতই শরীর বাঁকানো ছবি দেখাস
কাপড় চোপড়ে মেনকা রম্ভার সাজ;
যে দেখেছে চাঁদনি
তার চোখে শুধুই চাঁদ।

আমার আটপৌরে চাঁদনির যতই কলঙ্ক থাক
ভালোবাসি তোকেই;
আর
ভালোবাসি চাঁদ।






মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

অপ্রাপ্তির লাল



অপ্রাপ্তির লাল
- যাযাবর জীবন

পরের বৌটা সবসময়ই সুন্দর
আহা আহা!
সংসার করবি ওর সাথে?
না বাবা, না বাবা!
তবে নজর দিচ্ছিস কেন রে গাধা?

ওর বরটা কি যে হ্যন্ডসাম!
আহা আহা!
এসে সংসার কর তার সাথে;
আরে নাহ, না বাবা,
তবে নজর দিচ্ছিস কেন রে বোকা গাধা?

ওপারের ঘাসের মাঠ সব সময়ই ঘন সবুজ,
সব লাল শুধুমাত্র আমার বুকের ভেতর
অপ্রাপ্তি আর ঈর্ষার।


সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

অব্যক্ত অনুভব



অব্যক্ত অনুভব
- যাযাবর জীবন

নৈঃশব্দ্যের গভীরে মন গুনগুনায়
অব্যক্ত ভালোবাসা ভেতরে রয়ে যায়
হৃদয়ের অনেক অনেক গভীরে
এক শব্দহীন জগতে, বোবা কান্নায়;

মুখ ফুটে কোন কথা না হয়
নাই বা হলো আমাদের মাঝে
তবুও কি এক অনুভব যেন
হৃদয়ে রয়ে যায়;

অবোধ্য অনুভব
ভালোবাসা কিংবা প্রণয়ের.........


তুই, আমি আর জ্যোৎস্না-কাব্য



তুই, আমি আর জ্যোৎস্না-কাব্য
- যাযাবর জীবন

আকাশ জুড়ে হো হো জ্যোৎস্নার ঝড়
তচনচ মন হাহাকার তো'তে
চাঁদ হাসলেই আমাদের প্রেম কাব্য হয়ে ওঠে
জ্যোৎস্নার আকাশ ভাসা স্রোতে।




রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

Expiry



Expiry
- যাযাবর জীবন

সব কিছুরই তো Expiry date থাকে,
যেমন খাদ্যের Expiry র সমাপ্তিতে পচন
জীবনের Expiry শেষ হওয়া মাত্র মরণ
অথচ ভালোবাসার কোনো Expiry date ই খুঁজে পাচ্ছি না।




কুয়াশায় নদীতে মন সাঁতার



কুয়াশায় নদীতে মন সাঁতার
- যাযাবর জীবন

সূর্যের ঘড়িটা থেমে আছে সকাল থেকে
পারছে না এগোতে কুয়াশা সাঁতরে
দেখা হয় নি চোখ মেলে হাত ঘড়িটার দিকে
টিক টিক টিক টিক
কখন যে সময় গড়িয়ে গেছে;

সূর্যের ঘড়িটায় এখনো ভোরের কুয়াশার ঘোর
হাত ঘড়িটা দেখেছে সময়ের ক্রমাগত দৌড়
কখন যে সকাল গড়িয়ে বিকেল নেমে এসেছে
কে জানতে পেরেছে?

কুয়াশা থাকুক আর নাই থাকুক
সময় গড়িয়ে চলে
ভালোবাসা থাকুক আর নাই বা থাকুক
জীবন এগিয়ে চলে।


প্রেমের কামড়



প্রেমের কামড়
- যাযাবর জীবন

দাঁতে সাপের বিষ
বিষ নারীর জিহ্বায়,
সাপের দংশনে মরণ একবারে
নারীর দংশনে প্রতিদিন ধুকেধুকে বারেবারে;

সাপের কামড় সইতে পারি না
প্রেমের কামড় সইব কিভাবে?




বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

তুই হীনা



তুই হীনা
- যাযাবর জীবন

নদী কুলকুল বহো
নদী কুলকুল বহো
বয়ে যাও নদী
নিরবিচ্ছিন্ন নিরবধি,

হৃদয় ঘৃণা সহো
হৃদয় ভালোবাসা দহো
সয়ে যাও ক্ষরণ
নয়তো মরণ,

মন তুই রাত হ
রাত তুই অন্ধকার
ঘুম হয়ে যা দুচোখ আমার
পারি দিতে অন্ধকার;

মন তুই ভালোবাসার
তোতে আমার মন হারাবার
তুই হীনা রাত্রি মম
তুই বিনা অন্ধকার।




রাতঘুমে স্বপ্ন


রাতঘুমে স্বপ্ন
- যাযাবর জীবন

পৃথিবী ঘুমোয় রাতে
জেগে থাকে অন্ধকার
জেগে থাকে ফেবু
আর ফেবুপালিত কিছু এলিয়েন
অন্ধ হয়ে অন্ধকারে;
ভোরের সূর্য চোখে পড়তেই আমার দুচোখ
গভীর ঘুমে,
জলকুমারী স্বপ্ন দেখে রাতঘুমে
ভালোবাসা জ্যোৎস্না হয়ে উড়ে গিয়ে
তোর চোখচুমে।



ধোঁকা কথা



ধোঁকা কথা
- যাযাবর জীবন

"আমি তোমাকে ভালোবাসি"
তিন শব্দের একটি বাক্য
বলার জন্য পৃথিবীর সবচেয়ে সহজ কথা
শোনার জন্য সবচেয়ে সুন্দর কথা
ধোঁকা খাবার এবং দেবার জন্য সবচেয়ে সোজা কথা
বিশ্বাস করার জন্য সবচেয়ে কঠিন কথা
সব জেনেও জটিল বাক্যটি শোনার জন্য মন আকুল
ধোঁকার দহনে জ্বলে পুড়ে মন ব্যকুল;
কান, মুখ বন্ধ করে
এই বেশ ভালো আছি।



তপ্ত



তপ্ত
- যাযাবর জীবন

তপ্ত ঠোঁটের তপ্ত কথা
তপ্ত মনে তপ্ত ব্যথা
তপ্ত প্রেম তপ্ত জীবন
তপ্ত সম্পর্ক তপ্ত ভাঙন;

নির্লিপ্ত ঠোঁটে তপ্ত চুমু
তপ্ত কথার কারণ।


খোঁজ



খোঁজ
- যাযাবর জীবন

খুঁজিস নে আর আমাকে হন্যে হয়ে এখানে ওখানে
ডাকিস নে আর আমাকে পাগল হয়ে আকাশে বাতাসে
মনের খুব গভীরে খুঁজে দেখ হৃদয় খুলে খুলে
স্মৃতির নিউরন কোষের কাছে জিজ্ঞাসা করে দেখ
ঠিক আমার ঠিকানা দেবে বলে
পাঁজরের হাড়গুলোর অনেক ভেতরে অস্থিমজ্জার ফাঁকে ফাঁকে
অন্তর-চোখ দিয়ে খোঁজ কর নিজেরই মাঝে,
ঠিক পেয়ে যাবি আমাকে।


মনের বনে জ্যোৎস্না



মনের বনে জ্যোৎস্না
- যাযাবর জীবন

সন্ধ্যের কুয়াশায় ভর দিয়ে এলো রাত
রাতের পরিধি জুড়ে অন্ধকার
অন্ধকার সাঁতরে কুয়াশায় ভেসে বেড়ায় চাঁদনি
চাঁদ এলো কি এলো না, কিছু এসে যায় না
আজ পূর্ণিমা আজ ভরা জ্যোৎস্না;

আজ শুধুই তোর আর আমার রাত
আজ পূর্ণিমায় ভেসে অন্ধকার হারিয়ে যাক
স্মৃতিগুলো হারিয়ে যাক বিস্মৃতির আড়ালে
আজ চাঁদের সাথে চাঁদনির মাখামাখি
আজ তোতে আর তোতেই ডুবে থাকি
আজ জ্যোৎস্নার রাত্রি;

আজ শুধুই
তুই
আমি
আর চাঁদনি।


ডুবসাঁতার



ডুবসাঁতার
- যাযাবর জীবন

ঠোঁট থেকে বুক
অনেকটা পথ
স্পর্শ হাটে আমার ঠোঁটে;
তারপর নৌকো বাইচ
পৌছুতে নাভিমূলে
তারপর আবার ডুবসাঁতার
ভালোবেসে তোর অনেক গভীরে,
যখন "তুই" আমার মনে;
আর নয়তো কুকুর বিড়ালও তো রমণে মাতে।


পশুমানব



পশুমানব
- যাযাবর জীবন

যতই গোলাপ দিস
ভেতরে ধুতুরার বিষ;
বেড়ালের নিঃশব্দ থাবায় বসে
কুকুর ঘ্রাণে ঘৃণা শুঁকি
হায়েনার হিংস্রতা দেখি চারিদিকে
সাপের ছোবলে নীল হই বিষে;
আরে আরে পশুর সমস্ত গুণাবলি
আমার মাঝেই তো দেখি;
তবে আমার আর পশুর মাঝে পার্থক্য কি?


হেরে যাওয়া আমিত্ব



হেরে যাওয়া আমিত্ব
- যাযাবর জীবন

আমার সব কিছুতেই প্রবল আমিত্ববোধ,
চিন্তা-চেতনা আমার মাথাপ্রসুত
খাওয়া পরা আমার মনমত
ঘুম আমার ইচ্ছেমত;

শুধু ভালোবাসায় তোর কাছে পরাজয়
আর মন অষ্টপ্রহর তুইময়।



শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

সময় বদলের পালা



সময় বদলের পালা

- যাযাবর জীবন

ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই মন জ্যোৎস্না
অথচ চাঁদের হিসাবে আজ অমাবস্যা;
তবে কি মনের হিসাবে সময় বদলায়?
নাকি মনে চাঁদ ওঠে তোর ছোঁয়ায়?



অহংকার মাটি ঘৃণার



অহংকার মাটি ঘৃণার
- যাযাবর জীবন

সমাজের অনেক উঁচু স্তরে তোদের বাস
মেঘের কাছাকাছি আকাশবাড়িতে তোদের বসবাস,
বড্ড অহংকার তোদের আজ
মাটিকে ঘৃণার;

আরে একদিন তো ঘুমোতে হবেই মাটির তলায়,
আমার
ওর
তার সাথে
এক কাতারে
মাটির বিছানায়;

সে দিন কি খুব বেশী দূরে?
সেদিন অহংকার করবি কি নিয়ে?



বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

রাগ-মোচন



রাগ-মোচন
- যাযাবর জীবন

প্রতি মিলনেই কি আর নারীর রাগ-মোচন হয়?
ঠাকুর ডুবিয়েই নরহাসের তৃপ্ত নাকডাকা,
পাশবালিশ জড়িয়ে;
অতৃপ্ত কামনার সাক্ষী নির্ঘুম বিছানা।




ফারাক, তোর আর আমার



ফারাক, তোর আর আমার
- যাযাবর জীবন

তুই হারানো ভালোবাসা খুঁজছিস আকাশ ছাদে,
আমি বদলে গিয়েছি মাটির পৃথিবীতে;
তুই চাঁদনি খুঁজিস জ্যোৎস্না চাঁদে
আমি কলংক মেখেছি সারা গায়ে;

ফারাক বিস্তর
আমাদের চাওয়া আর পাওয়ার মাঝে
ফারাক আমাদের ভালোবাসার মাঝে;

বিস্তর ফারাক,
তোর আর আমার মাঝে।


শীতের রৌদ্দুর




শীতের রৌদ্দুর
- যাযাবর জীবন

শীতের রৌদ্দুর
ওম ওম রৌদ্দুর;

জানলা গলা রৌদ্দুর কাঁথার ওপর
তার তলায় তুই
পাশাপাশি আমি
হাতে হাতে দুষ্টুমি
চোখে চোখে তুই
আদর ঠোঁটে ঠোঁটে
ভালোবাসার আবেশে;
গরম শরীরে,
কাম না রৌদ্রে?
কে জানে?

চল রোদ পোহাই
চল মন ভেজাই
চল রোদে ভিজি দুজনে
শীতের রৌদ্রে;
ভালোবেসে আর ভালোবেসে।





বোধের বাইরের বোধ



বোধের বাইরের বোধ
- যাযাবর জীবন

যদিও জ্যোৎস্না আমার চারিদিক ঘিরে রয়
ভাবিস নে তুই, অমাবস্যাও আমার খুব ভালো সয়,
জ্যোৎস্নালোকিত রাত কিংবা জোনাক-জ্বলা অন্ধকার
দুটোই জীবনের অংশ আমার;

কি এসে যায় রাত বা দিনে?
আলো কিংবা আঁধারে?
বোধের বাইরের বোধ যখন আপনায় আপনারে।





হিপোক্রেট



হিপোক্রেট
- যাযাবর জীবন

রাত গভীর হলেই
শরীর পুড়ে যায় কামনার জ্বরে
মনেতে ওড়ে প্রেমের ছাই
অর্ধ-জ্বলন্ত সিগারেটটা ছাইদানিতে পিষে
যন্ত্রের মত বিছানায় উঠে যাই
বাতি নেভানোর পরে অন্ধকারে ঘরে রমণ শেষে
ক্লান্ত দেহে, মনে মনে
নারীতে নারীতে তফাৎ খুঁজে বেড়াই;

আমাদের হিপোক্রেসির কোনো সীমা নাই।


ভালোবাসার সকাল



ভালোবাসার সকাল
- যাযাবর জীবন

আমার ঘুম ভাঙাতে গিয়ে সূর্যের ঘুম ভাঙিয়ে দিলি
তারপর পাখির কলকাকলি গানে নিজেই ঘুমিয়ে গেলি;
আমি সূর্যের সাথে খুনসুটি শুরু করে চাঁদের প্রেমে পড়ে গেলাম
তোর ঘুম ভাঙল না এখনো;

তোর ঠোঁট ছাড়া অন্য ঠোঁটে চুমু খেয়ে অভ্যস্ত নই
এবার উঠে জড়িয়ে ধর আমায়,
ভালোবাসায় রাত নামার আগে
চল আরেকবার প্রেম করি।

ভালোবাসায় ডুব



ভালোবাসায় ডুব
- যাযাবর জীবন

তুই যখন জলে
আমি স্থলে স্থলে
তুই যখন ঘুমে
আমি তোর চোখ চুমে
তুই যখন আমায় খুঁজিস
মন তুই কি বুঝিস?
আমি যখন তোর
তখন তোর ভোর;

চুপ করে থাকবি?
একটা কিছু বল;
ভালোবাসার জলকুমারী
এবার ডুবি চল।

শব্দহীন শব




শব্দহীন শব
- যাযাবর জীবন

কানে ঘুম ভাঙানিয়া ভালোবাসার শব্দহীন চিৎকার
কবর নীরবতায় মন শব আমার;

ভালোবাসা বোঝে পশু পাখি লতা পাতা গাছ
তোর প্রেমের গুনগুনানি পাথরের কানে।


শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

ভালোবাসার মন্ত্রজপ



ভালোবাসার মন্ত্রজপ
- যাযাবর জীবন

ভালোবাসি ভালোবাসি
মন্ত্রজপ মুখে মুখে
ভালোবাসি ভালোবাসি
Obsession মনে মনে,
এতে ভালোবাসা হয়?
শুধু শুধুই কালক্ষেপণ
সময় ক্ষয়;

কখনো বলিনি তাকে মুখ ফুটে
সেও বলেনি কখনো ভালোবাসে,
ভালোবাসা মনে মনে
অনুভূতি অনুভবে
দুজনার দুজনে;
পরশু
কাল
আজ
প্রতিদিন প্রতিক্ষণে,

ভালোবাসার মন্ত্র-ধ্বনি মুখে না জপে
কত যুগ পারি দিয়েছি আমরা, বলতে পারিস?
ভালোবেসে আর ভালোবেসে আর ভালোবেসে;
শুধুই ভালোবেসে।




বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

অবোধ্য সংসার



অবোধ্য সংসার
- যাযাবর জীবন

খুঁটিনাটি আড়িআড়ি
ঠনঠন হাঁড়িকুঁড়ি
ঝনঝন থালা বাসন
নিত্য সংসার কথন;

হাসি আমি
খুশি তুই
দাঁত দেখ ওদের ঐ
পরনে সকলের রঙিন বসন
সেলফি নামক ফেসবুক কথন;

ভালো করে চোখ দেখ
অনুভূতি এক এক
তোর চোখে হতাশা
আমারটা নিরাশা
কারো চোখ ঢুলুঢুলু
কান্না কারো চোখে
কেও ঘুমে স্বপ্ন আঁকে
বাকিরা ফেসবুকে
এ কেমন জীবন?

সংসার সবাই করে
নিত্য ভাঙন ঘরে ঘরে
খুঁটিনাটি হাঁড়িকুঁড়ি
সম্পর্ক ঝনঝন
অবোধ্য আজকালকার
অশান্তির কারণ
ওপর ওপর মিলমিশ
দুজন মনেতে বিষ
এক বিছানা দু-কাত
ফেসবুকে সারারাত,
তোর
আমার
তার
ভার্চুয়াল কথন;
তোর
আমার
তার
সভ্যতার পরাকাষ্ঠার
প্রাত্যহিক সংসার জীবন।






মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

মন হারানো



মন হারানো
- যাযাবর জীবন

যদি কখনো মন হারিয়ে যায়
ঠিক চলে যাবো তোর কাছে
একলা পথে
হেঁটে হেঁটে
তোকে আপন ভেবে,

সেদিন কিন্তু ফিরিয়ে দিস না আমায়
পর ভেবে;

ফিরিয়ে দিলে মাটি হব
মাটির ঘরে।



রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

একলা পাখি অন্যরকম



একলা পাখি অন্যরকম
- যাযাবর জীবন

জোড়ায় জোড়ায় পাখির বাস
পাখি সমাজে পাখির ঝাঁক
ঝাঁকের মাঝে একলা পাখি
একা ওড়ে একা ঘুরে
অন্যরকম অন্যরকম
ঠিক যেন
আমার মতন;

মানুষ সমাজ অন্যরকম
যায় না বোঝা কে কার আপন
জোড়ায় জোড়ায় সংসার
আর নয়তো কে বা কার,
সমাজে থেকেও একলা মানুষ
ইচ্ছে খুশি ইচ্ছে মতন
সবাই দেখে অন্যরকম
আমার মতন
আমার মতন;

অন্য-চোখে সবাই দেখে
পাগল ডাকে দূরের থেকে
শিউরে উঠি ঘৃণা দেখে
ওদের চোখে
ওদের চোখে,

কাছের মানুষ আদর করে
কাছে ডাকে ভালোবাসে
আমি বুঝি,
আমি বুঝি ওদের অনুভব ঠিক;

ওরা আমার নাম দিয়েছে অটিস্টিক।






হৃদয়ে লাগাম



হৃদয়ে লাগাম
- যাযাবর জীবন

আমি তোকে যতই ভালোবাসি না কেন
তুই অন্য কারো,
তুই আমায় যতই ভালোবাসিস না কেন
আমি অন্য কারো;

তবুও দূর থেকে মিছেমিছি অনুভব
দুজনার,

মনে কি আর তালা দেয়া যায়?
না লাগাম পরানো যায় ভালোবাসায়?



সহজ সমীকরণ


সহজ সমীকরণ
- যাযাবর জীবন

তোর সবটাতেই বেশি বেশি
একটু? নাহ, অনেক বেশি;

তোর ফলোয়ার প্রায় ত্রিশ হাজার ছাড়িয়েছে
বন্ধু হাজার তিনেক
প্রেমিক! তাও তো শ তিনেক হবেই,
ম্যানেজ করিস কিভাবে?

আমার শুধু তো'তেই চলে,
তো'তেই শুরু
তো'তেই সমাপ্তি;

একজন'কে দিয়েই তো পার হয়ে গেলো পুরো একটা জীবন
আমার ভালোবাসার সহজ সমীকরণ।


আড়াল



আড়াল
- যাযাবর জীবন

তোর ভালোবাসা একটুও কি কমেছে?
নাকি চাপা পড়ে গেছে ঘৃণা বেড়ে বেড়ে?
আড়াল করে ঘৃণার চাদরে
সূর্য যেমন আড়াল রাতে চাঁদের ওপারে;

আমি কি ভালোবাসি তোকে?
উত্তরটা থাকুক না মনের আড়ালে।

শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

পোড়া রাত



পোড়া রাত
- যাযাবর জীবন

রাতের ঘুম পুড়ে ছাই তোর দুচোখে চেয়ে
চাঁদনি পুড়ে কালো অমাবস্যা রাতে,
চাঁদের সাথে প্রেম করে করে
অনেক হয়েছি ক্লান্ত;

এবার আমায় কিছু ঘুম ধার দে তোর চোখ থেকে
নয়তো আমায় ডুবিয়ে নে তোতে।

কি আসে যায়?



কি আসে যায়?
- যাযাবর জীবন

গোলাপের সুগন্ধে মন মাতোয়ারা
ক্ষতবিক্ষত হাতের দিকে কে তাকায়?

সুন্দরীর প্রেমে প্রাণ মাতোয়ারা
ক্ষরণে কি আসে যায়?


বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

প্রেমী পুরুষ




প্রেমী পুরুষ
- যাযাবর জীবন

কামে নারী দেহে বীজ বপন
প্রেমে স্ত্রী সন্তান, দায়িত্ব গ্রহণ;
হে পুরুষ, প্রেমী হ।




হাহাকার



হাহাকার
- যাযাবর জীবন

আজকাল ঘুম স্বপ্নে বসিস না এসে চোখে
পরিস না লুটিয়ে বুকের পরে;
তবুও চোখ খুললেই ভুগি
"তুই" নামক হাহাকারে............


নতুন ক্ষত



নতুন ক্ষত
- যাযাবর জীবন

কখনো কখনো পুরনো ভালোবাসা নতুন ক্ষত তৈরি করে;

তুই জানিস না
আমার ঘরে তোর উঁকি আমায় পাগল করে,

ভালোই তো ছিলি অন্ধকারে
আমায় অন্ধ করে,

কেন আবার আড়াল তুললি
চাঁদনি হয়ে......

চুমুর অভিমান



চুমুর অভিমান
- যাযাবর জীবন

চুমুর ঠোঁটে অভিমান
সূর্য দিয়েছে আড়ি
কান্না জমা চোখ দেখে
ভালোবাসার বাড়ি।




প্রথম থেকে আজ অবধি



প্রথম থেকে আজ অবধি
- যাযাবর জীবন

পাখিই তো ওড়ে, ডানা আছে যতক্ষণ
তারপর এদিক ওদিক কিছু ছেঁড়া পালক,
মানুষই ভালোবাসে
তারপর বুকের খাঁচায় দহনের পোড়া দাগ;

ভালোবাসার ডানা ঝাপটায় বুকের খাঁচায় মনপাখি
টুকরো টুকরো প্রেমের গড়ে সমাধি;

তবুও তোকেই বড্ড ভালোবাসি
প্রথম থেকে আজ অবধি।



পাথর



পাথর
- যাযাবর জীবন

মেঘলা সকাল
টিপ টিপ অশ্রু ঝাড়াচ্ছে আকাশ
তোর স্পর্শের জন্য আমি কাতর;

আর তুই?
অনুভূতিহীন পাথর......

নিস্তব্ধ ইচ্ছে



নিস্তব্ধ ইচ্ছে
- যাযাবর জীবন

তোমাদের কান শুধু সেটুকুই শুনতে চায়
যেটুকু আছে তোমাদের মুখে
তোমাদের মন সেটুকুই গ্রহণ করতে পারে
যেটুকু আছে তোমাদের মনে;

আমার চাওয়া কিংবা বলাতে তোমাদের কি আসে যায়?
আমি নিস্তব্ধ হয়ে গেছি বুঝে;

এখন শুধু আমার কান খোলা।

মেঘ বৃষ্টি রোদ




মেঘ বৃষ্টি রোদ
- যাযাবর জীবন

যতক্ষণ তুই ততক্ষণই রোদ
তারপর মেঘলা কিংবা রাত্রি;

আমি'তো সেই কবে থেকেই অন্ধকার
তোকে ছাড়া;

ভালোবাসলে বুঝি বৃষ্টি আপন হয়?
আকাশ ও চোখে;

তুই আমার কান্না।




ভালোবাসার পাখি


ভালোবাসার পাখি
- যাযাবর জীবন

যেখানে আকাশ মিশে যায় সাগরে
সন্ধ্যে গোধূলিতে
নীল মিশে লালে
সেখানে তো'তে মিশতে বড্ড ইচ্ছে করে;

মেঘ কেন মিশবে কান্নায়?
কিংবা তুই আমাতে;

ভালোবাসিস আমায়?
তবে পাখি হ।






সিক্ত



সিক্ত
- যাযাবর জীবন

আর কত ভেজাবি আমাকে ভালোবাসায়?
আর কত ভিজবি তুই কান্নায়?
এবার তো আমার হ, শুধুই আমার;
জড়িয়ে জীবনে শুধুই আমায়।

অবোধ্য



অবোধ্য
- যাযাবর জীবন

প্রেম বোঝ কি?
ভালোবাসা?
কান্না?
তবে কেন কবিতা বুঝতে যাও?

হরিণ হৃদয়



হরিণ হৃদয়
- যাযাবর জীবন

সেদিনও হৃদয় ছিল হরিণ
ছুটোছুটি বনে বনে
হাসি খেলায় সবার সনে,
হঠাৎ প্রেম ছুঁয়ে দিতেই মনে বিষণ্ণতা
তারপর থেকে হরিণ একলা;
রাতের মত,
নিস্তব্ধ।




পশুবীয়



পশুবীয়
- যাযাবর জীবন

ভালো হতে চেয়েও আমার ভালো হওয়া হয় না
চক্র আমায় ভালো হতে দেয় না
খারাপ হতে গিয়েও আমার খারাপ হওয়া হয় না
চক্র আমায় খারাপ হতে দেয় না
ভালো আর খারাপের চক্র ঘোরে চক্রাকারে
চক্রাকারে আমি ঘুরি চক্রের চক্রে পরে;

মানুষ হতে হতে আমার ভাল হওয়া হয় না
পশু হতে হতেও আমার খারাপ হওয়া হয় না
পশু ও মানুষে মিলে এক পশুবীয় জীবন যাপন
জীবনের সকল সমস্যার কারণ;

পুরোপুরি পশু হতে ইচ্ছে করে একবার।





বুধবার, ২ নভেম্বর, ২০১৬

তুই হীনা এক দিন



তুই হীনা এক দিন
- যাযাবর জীবন

ভোরটা পাখিদের
ঘুম ভাঙতেই তোর ভালোবাসার কিচিমিচি,
সকালটা সূর্যের
মনের মাঝে তুই জেগে উঠিস,
দুপুরটা রোদের
দহনে পুরিয়ে মারিস,
বিকেলটা মনখারাপের
হাত বাড়ালে কোথাও তুই নেই,
রাতটা চাঁদের
আমায় জড়িয়ে থাকিস;

তুই হীনা একটি দিন হলে
বেঁচে থাকাটা অন্যরকম হতো।


সময়ের যতিচিহ্ন



সময়ের যতিচিহ্ন
- যাযাবর জীবন

সময়ের পিঠে সময় গড়ায়
কালকের গল্পেরা পুরনো হয় আজকের কবিতার পিঠে
আজকের কবিতা চেপে বসে আগামীর গল্পের ঠোঁটে;

কিছু কথা
কিছু গল্প
কিছু কবিতা
কিছু স্বপ্ন
কিছু ভালোবাসা
তোর আর আমার মনের কথা,
কোথায় দাড়ি
কোথায় কমা
কোথায় থামতে হবে
কেও জানে না,
আজকের হাসি
কালকের বেদনা
পরশু কি হবে
কেও জানে না;
আজ তুই
আজ আমি
কিছু ভাঙা স্বপ্ন
আর চুরচুর অভিমান
এই তো আমাদের ভালোবাসার পরিণাম;

জীবনটা এমন কেন?
উঁচুনিচু
পাহাড় সাগর;
সমতলের ভালোবাসা কখনো আকাশে ওড়ে
কখনো ডুবে যায় অন্ধকারে;

আমিও ভালোবাসি
তুইও ভালোবাসিস
সময় যতিচিহ্ন টেনে দিয়েছে আমাদের মাঝে।




সত্ত্বা



সত্ত্বা
- যাযাবর জীবন


প্রথম সত্ত্বায় -
ঘুম ঘুম চোখে
তোকে দেখি স্বপ্নে স্বপ্নে
ঘুম ঘুম চোখে
তোর ভালোবাসার আবেশে;
ঘুম ঘুম চোখে
ঘুম ঘুম চোখে;

দ্বিতীয় সত্ত্বায় -
নির্ঘুম চোখে
রাতের নিস্তব্ধতায় তোর ভালোবাসার শব্দ শুনি
নির্ঘুম চোখে
ভেড়ার লোম খুঁটে খুঁটে তোর ভালোবাসা গুনি;
নির্ঘুম চোখে
নির্ঘুম চোখে।

সকল সত্ত্বায়
তোকে ভালোবাসি
তোকেই ভালোবাসি।





মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

অন্ধকারের তারা



অন্ধকারের তারা
- যাযাবর জীবন

কালো সেজেছে রাতটা
প্রসারিত অন্ধকারের ডানা,
মনের ছায়ায় তুই আর আমি
কিছু অনুভূতি
কিছু অনুভব
কিছু সুখ দুঃখ বেদনা
আর আমাদের মাঝে
ভালোবাসা সবচেয়ে দামী;

চেয়ে দেখ চারিদিকে স্বপ্ন সাজানো
শুধু চোখ বন্ধের অবসর
তুই আমি এখনো কাছাকাছি
শুধু সময় হয়েছে পর;

বুকে কান পেতে দেখ
প্রতি ধুকপুকে তুই তুই ধ্বনি
এই যাহ্‌,
স্বপ্নটা ভেঙে গেল ঝনঝন
তুই আকাশে
তাই একা একা তারা গুনি।



সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

ঘুমের ডাক



ঘুমের ডাক
- যাযাবর জীবন

তোর ডাক সেদিন শুনতে পাইনি
হয়তো অনেক দূরে ছিলি তুই
কিংবা বিক্ষিপ্ত ছিল আমার মন
অক্ষমতা আমারই;

আজ আর তোর ডাক শুনতে চাই না
এখন অনেক দূরে সরে গেছি আমি
অহেতুক বয়ে বেড়ানো এক ক্ষয়িষ্ণু দেহ
আর জরাজীর্ণ ধুকপুক হৃদযন্ত্র;

আমার বধির কানে এখন কবরের নিস্তব্ধতা
ক্রমাগত ডাকছে মাটি
মাটির কাছে
মাটি হতে;

ঘুম ঘুম চোখে আমি
ঘুমিয়ে পড়ার অপেক্ষায়।


চুমুর ঠোঁটে অভিমান



চুমুর ঠোঁটে অভিমান
- যাযাবর জীবন

অনেক শিখেছিস ঠোঁট বাঁকাতে
উনিশ থেকে বিশ
কথায় কথায় অভিমান
রাগের ঝাঁজে বিষ;

সকাল গড়িয়ে রোদ গড়ালো
সন্ধ্যে হলো অভিমান
এবার তো চুমু খা
ভালোবাসার দাম।





শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

দরকারি কথা


দরকারি কথা
- যাযাবর জীবন

কত কিছুই না বলার আছে ঠোঁটের!
মান
অভিমান
ঝগড়া
প্রেম
ভালবাসা
দরকারি কথা;

তুই কথা বল
আমি চুমু খাই।




ভালোবাসার যন্ত্রণা


ভালোবাসার যন্ত্রণা
- যাযাবর জীবন

যখনই তোর দিকে তাকাই
তখনই আমার সূর্যোদয়
তখনই আমার ভোর,
হাজার মানুষের ভীরে
আমার দিকে তাকানোর
সময় কোথায় তোর?

সূর্য ডুবে গেলে
কিংবা চাঁদ ঘুমানোর পরে
হয়তো তোর চোখ পড়ে অন্ধকারে;

আমি কোথায় সেখানে?

ভালোবাসার যন্ত্রণা বয়ে যেতে হয় আমাকেই, একা।


শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

মানবতা; কি সেটা?



মানবতা; কি সেটা?
- যাযাবর জীবন

একটি মাত্র মুখ
Bed Tea দিয়ে শুরু
সকালের নাস্তা
Brunch
Lunch
বিকালের নাস্তা
Evening Tea
Supper
Dinner
এক মুখে কত আর খাবি রে মানুষ
কত আর ধরে রে এক পেটে তোর? হে মানব;
গরুতো সারাদিনই জাবর কাটে
তুই নাকি সৃষ্টির সেরা জীব দুনিয়াতে!

একটি মাত্র পেট
তার কত চাহিদা
কত তার ক্ষুধা
পরিণাম লোভ, লালসা
অপরাধ? তার ফিরিস্তি না হয় নাই দিলাম;
আরে ওরে মানুষ
হারাম উপার্জনে দুর্গন্ধ লাগে না?
মনুষ্যত্ব কোথায়?
কোথায় বিবেক কোথায় তাড়না?
আরে কুকুর না হয় ডাস্টবিনে মুখ দেয় ক্ষুধার তাড়নায়
তোর ক্ষুধার সীমা কোথায়?

কত প্রাণীই তো দু পায়ে দাঁড়ায়
বানর, হনুমান, শিম্পাঞ্জী ইত্যাদি ইত্যাদি
দুপায়ে কখনো খেলা দেখায় ট্রেনিং প্রাপ্ত কুকুর
সার্কাসে হাতি
আরে আরে! দু পায়ে তো দাঁড়ায় মনুষ্য নামের প্রাণী;
তবে?
তোর আর ওদের মাঝে পার্থক্য কোথায়?
মানবতায়?
সেটা কোথায়?









পোড়া স্বপ্ন



পোড়া স্বপ্ন
- যাযাবর জীবন

স্বপ্ন পুড়তে দেখেছে কে?
স্বপ্ন আমায় পুড়িয়েছে;
পোড়া গন্ধ তুই সইতে পারিস নি
আমি পোড়া অনুভব ধরে রেখেছি হৃদয়ে
যেখানে তোর বসবাস।


সংকুচিত হৃদয়



সংকুচিত হৃদয়
- যাযাবর জীবন

জানা ছিল না
তুই আসবি কি আসবি না;
হৃদয় গুটিয়ে ফেলার পর
বৃষ্টি নামলে ছাতায় কি আসে যায়?




কোথায় গড়ায় ভালোবাসা?



কোথায় গড়ায় ভালোবাসা?
- যাযাবর জীবন

ভালোবাসা চিরদিন এক রকম থাকে না
সময়ের সাথে সাথে কমে বা বেড়ে যায়
তোর ক্ষেত্রে পারদের কাটা বাড়তে বাড়তে
ভালোবাসা হয়েছে লাল
সইতে পারবি না আজকাল;

ভালোবাসা এক জায়গায় স্থির থাকে না
নদীর মত, স্রোতের মত গড়ায়
তোর ক্ষেত্রে নদী গড়িয়ে সাগরে
জ্যোৎস্না গড়ায় মহাসাগরে
রাখতে পারবি আমায় বুকের ভেতরে?




অন্বেষণ



অন্বেষণ
- যাযাবর জীবন

উড়ে পাখি
ভাসে মাছ
দৌড়ায় মানুষ
খাদ্যান্বেষণে;

মন কেন উড়ে?
কেনই বা ভাসে কেনই বা ডুবে?
কেন চঞ্চল যখন তখন?
কোথায় মনের খাদ্যাহ্নেষণ?

সুখ দুঃখ
হাসি কান্না
প্রেম ভালোবাসা
মনের কত রকম অনুভব যখন তখন;
সুখে ভাসে সুখে উড়ে
দুঃখে ডুবে দুঃখে পুড়ে
প্রেমে, ডুবে ভাসে উড়ে পুড়ে
আর মনে ভালোবাসা যখন তখন।


ঠোঁটে ডুব



ঠোঁটে ডুব
- যাযাবর জীবন

আজ ভালোবাসার রাত
আজ কলমের ছুটি,
জানালা বন্ধ হয়ে গেলেই
চাঁদ ঘুমিয়ে যাবে;

চল ঠোঁটে ডুবি।


স্মৃতির দায়



স্মৃতির দায়
- যাযাবর জীবন

আমি তোকে ভুলি নি সেদিন,
মনে রেখেছিলাম কি আদতে তখন?
মানুষই মানুষকে মনে রাখে
মানুষই আবার ভুলে যায়, মানুষ'কে;
প্রেম ভোলা যায় কি?
ভালোবাসা?
তবে কেন রাত জেগে তারা গোনা
আর জ্যোৎস্নায় ভিজে যাওয়া;

এখনো কি ভালোবাসি তোকে?
কিংবা তুই আমায়?
মনে রাখা কিংবা ভুলে যাওয়া, শুধুই স্মৃতির দায়;

প্রেম ছাড়া কদিন বাঁচা যায়?
কিংবা তোকে ছাড়া?


ঈর্ষাহ্নিত দীর্ঘশ্বাস



ঈর্ষাহ্নিত দীর্ঘশ্বাস
- যাযাবর জীবন

তোর ভালোবাসার নিঃশ্বাসে
কংক্রিটের দেয়ালের ঈর্ষাহ্নিত দীর্ঘশ্বাস,
কখন জানি চেপে বসে আমার বুকে
দেয়াল ধ্বসে;

ঈর্ষা প্রলয়ঙ্করী ঝড়
নারীর ও ভালোবাসার।




শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

খুব সহসা



খুব সহসা
- যাযাবর জীবন

খুব সহসা কথা হয় না তোর সাথে
হয় না দেখা খুব সহসা
তবুও তোর কথা মনে করা
কারণে আর অকারণে তোকে ভালোবাসা
খুব সহসা;
আমাদের জীবনটা খুব অদ্ভুত
তাই না?
ভালোবাসা টেনে নেয় ভালোবাসা
খুব সহসা।



ভালোবাসা জীবন


ভালোবাসা জীবন
- যাযাবর জীবন

আমার সবগুলো জীবন তোকে ভালোবাসা,
তোর সবগুলো জীবনে আমার ভালোবাসা;
সইতে পারবি?



খোঁজে খোঁজে



খোঁজে খোঁজে
- যাযাবর জীবন

এখানে চাঁদ অন্যরকম
এখানকার চাঁদনি তোর মতন,
এখানেও মেঘ ভাসে
এখানেও চাঁদ হাসে
তোর মতন
তোর মতন;
আর তোকে ভালোবেসে
এখানে ওখানে
নদী আর সাগরে
বন আর পাহাড়ে
তোর খোঁজে খোঁজে
আমার এই যাযাবর জীবন।




ভেজা



ভেজা
- যাযাবর জীবন

বৃষ্টি কাঁদে অঝোরে
কখনোবা তুই, অভিমানে;
আমি কখনো ভিজি বৃষ্টিতে
কখনোবা তোতে,
ভিজতে হয় প্রতিবার আমাকেই.......




মেঘ ভালোবাসা



মেঘ ভালোবাসা
- যাযাবর জীবন

পাহাড় মেঘ ধরে
মেঘ ধরে কান্না
আমি ধরেছি তোকে
ভালোবাসা?
আর না.......


প্রশ্ন



প্রশ্ন

- যাযাবর জীবন

আমি তোর কেও না, তুই আমার কে?
জিজ্ঞেস করে দেখ, একবার মনকে;
আমি তোকে ছুঁই নাই, শুধু মিছেমিছি
আমি তোকে পাই নাই, তবু ভালোবাসি।




চক্রের চক্র



চক্রের চক্র
- যাযাবর জীবন

শুরুটা কোথায় ছিল
কোথায় গিয়েই বা শেষ হবে,
কে বলতে পারে?
কখনো হাসি
কখনো কান্না
কোথায় ভালোবাসা!
মায়া মরীচিকা,
কে ধরতে পারে?
যখন চাঁদ ভালোবাসি
ছুটি চাঁদনির পানে
চাঁদ আমায় রেখে সূর্যের টানে
দিন শেষে সূর্যের ঘুম রাতের গানে
রাত এসে চাঁদের মুখ চুমে
চাঁদনি হাসতেই তুই আমার মনে
চক্রাকারে ঘুরছি একে অপরের টানে;
ভালোবাসার টান!
কে বলতে পারে?
আমার জন্য তোর
কিংবা তোর জন্য আমার।


খেলা



খেলা
- যাযাবর জীবন

সূর্য রাতের কোলে ঢলে পরলেই অন্ধকার
রাত সূর্যের মুখ দেখলেই আলো
নূপুর পায়ে হাসি ছলছল সাদা মেঘ খেলে আকাশে
আকাশের মুখভার তো মেঘ কালো বাতাসে
আমার মুখে হাসি তো তোর মনে কান্না
তোর অভিমানে আমার বেদনা
হাসি কান্না
সাদা কালো
সুখ দুঃখ
সব মিলেই জীবন-গাঁথা;
আমরা কেবলমাত্র দাবার গুটি সাদাকালো
খুব সুচিন্তিত খেলা খেলছে কেও অনেক ওপরে বসে।


ইচ্ছে তোতে



ইচ্ছে তোতে
- যাযাবর জীবন

উড়তে আর ভালো লাগে না
ভালো লাগে না ভাসতে
অনেক দিন হয়েছে ঠোট শুকনো
এবার ডুবতে ইচ্ছে করছে
তোর ঠোটে;
অনেকদিন ছিলাম গভীর ঘুমে চোখবন্ধ
অনেকদিন প্রেম থেকে মন রেখেছিলাম অন্ধ
আজ চোখ মেলতেই তুই
আজ মন খুলতেই তুই
আজ ডুবতে ইচ্ছে করছে তোতে।



স্বপ্নে দুজন



স্বপ্নে দুজন

- যাযাবর জীবন

কোন একদিন,
কোন একদিন সাগরের তীর ধরে
হেঁটে যাব অনেক অনেক দূরে
স্বপ্নের ঘোরে
তুই আমি দুজনে,
হাতে হাত থাকবে দুজনার
ছুঁয়ে থাকবে ঠোঁটে ঠোঁট
মনে মনে বুকের ধুকপুক ধুকপুক যখন
হৃদয়ের কথা শুনব কান পেতে দুজন,
তারপর আবার
হেঁটে চলে যাব বহুদূর বহুদূর
হাতে হাত রেখে
ঠোঁটে ছুঁয়ে ঠোঁটে
মন রেখে মনে
হৃদয় আর হৃদয়ে
ভালোবাসায় মাখামাখি হয়ে
দুজনে
আর
দুজনে........................




তোর নেশা



তোর নেশা
- যাযাবর জীবন


সিগারেট
মদ
ড্রাগস
নেশার কত প্রকারভেদ?
সময়ের সাথে সাথে এক সময় ফুরোয় নেশা
আর নয়তো নেশার নেশায় একসময় ফুরিয়ে যায় নেশাখোর;

সেই শৈশব থেকে এক ভয়ঙ্কর নেশা ঢুকে গেছে আমার রক্তে,
"তোর নেশা, তোকে ভালোবাসার নেশা'";
সময় গাড়ি পাড়ি দিয়ে
আজ আমরা বার্ধক্যের দ্বারে
আমাদের ভালোবাসার কত যুগ পার হয়েছে বলতে পারিস?
দিনক্ষণের হিসাব রাখি নি আমিও
শুধু মনে আছে বোধ হওয়ার পর থেকে "তুই" নেশা আমার রক্তে;

'তোর' নেশা তো আজো কাটে নি আমার‍,
আজো অষ্টপ্রহর আমি 'তোতে'ই মাতাল।




ঘূর্ণন




ঘূর্ণন
- যাযাবর জীবন

ঘুরছে পৃথিবী কক্ষপথে
ঘুরছে জীবন জীবনপথে
ঘুরছি আমি আপন মনে
ঘুরছি আহার অহ্নেষণে......


ভালোবাসার জলছবি



ভালোবাসার জলছবি

- যাযাবর জীবন

কিছু অন্ধকার আরাধনার
যেমন ঘুম
কখনো স্বপ্ন চোখে দেয় চুম,
কিছু সৌন্দর্য ক্যামেরায় আসে না
যেমন জ্যোৎস্না
তোর ঠোঁট হাসে, চোখে কান্না;
কিছু কিছু অনুভব চোখে দেখা যায় না
যেমন ভালোবাসা
সব ভালোবাসায় কবিতা হয় না
যেমন তুই;

জলে দাগ দিয়ে ভালোবাসার জলছবি এঁকে যাচ্ছিস তুই
আমি বৃষ্টির গান শুনি
পাথর খোদাই করে তোর প্রেমের কাব্য গাঁথা
পাহাড়ে কান্নার ধ্বনি;

তুই স্বপ্নে স্বপ্নে আমায় নিয়ে ভালোবাসার মালা গেঁথে চলেছিস
ভালোবাসা আমার সয় না,
মিলনের কাব্য আমার কলমে হয় না.........


মন প্রহসন



মন প্রহসন
- যাযাবর জীবন

ঘড়ির টিক টিকে শুধুই অপেক্ষা
কোথায় তুই আজ?
অন্ধকারে চাঁদনি
গ্রহণে যখন চাঁদ;
প্রেম মানেই দহন
দিনও অন্ধকারে ছায় যখন সূর্যে গ্রহণ
এখন আর রাতভর স্বপ্ন দেখি না
অনেক দেখেছি ভালোবাসার প্রহসন।


মানুষ ও জীবন



মানুষ ও জীবন
- যাযাবর জীবন

শরীর সর্বস্ব প্রেম
পেট সর্বস্ব জীবন
মানুষ কখনো মানুষ
পশু যখন তখন............


শরীরের ভালোবাসা



শরীরের ভালোবাসা
- যাযাবর জীবন

প্রেমিকার বুকে মুখ গুঁজে সুধাই -
খুব ভালোবাসিস বুঝি আমায়?
অনেক অনেক,
কতদূর?
তোমার জন্য মরতে পারি;
আহা! আহা! কি ভালোবাসা! প্রেমিকার কথায় আপ্লুত প্রাণ আমার,
আরেকটু শক্ত জড়িয়ে ধরি;

বিছানার ঝড় থেমে গেলে আদুরে গলায় বলি
জলে চল এবার, চল ডুবি;
না বাবা! আমার বড্ড জলে ভয়, সাঁতার জানি নে; যদি ডুবে যাই!
একটু থমকে গিয়ে সুধাই
তাহলে চল পাহাড়ে যাই
না বাবা উঁচুতে আমার বড্ড ভয়, যদি পড়ে যাই!
এবার চমকে উঠি, সুধাই -
চল না দুজনে পাখি হই, চল ডানা মেলি ভালোবেসে; ঐ নীল আকাশেতে,
যাও তো! বিরক্ত কর না, আমার কি পাখির ডানা? ঘুমুতে দাও তো এবার বাপু;

এর নাম প্রেম
এর নাম ভালোবাসা,
আরে, ভালোবাসা কাম নয়
নয় বিছানা;
ভালোবাসায় ডুবতে হয় জলে
ভালোবাসায় ভাসতে হয় নীলে
প্রেমে আর প্রেমে
দুজনে দুজনে;

শরীর সর্বস্ব ভালোবাসার শুরু ঠোঁটে
সমাপ্তি বিছানাতে।


সিক্ত



সিক্ত
- যাযাবর জীবন

বলেছিলাম ঠোঁট ভেজাতে, চুমুর আদরে
কেন রে মন ভেজালি ভালোবেসে?
এখন যে দুপুর সূর্যেও মনে অন্ধকার ছায়
আর ভেজা চোখে বারবার ঘুম ভিজে যায়;

কেন আমার রাত ভেজালি চোখ ভিজিয়ে?


অপেক্ষার ডাক



অপেক্ষার ডাক
- যাযাবর জীবন

আজ কেন রে ডাক?
আজ কেন ডাক তোর মধুর স্বরে?
আজ কেন ডাক আপন করে?

গুনেছি অনেক অনেক অপেক্ষার ভোর
প্রতীক্ষায় বহু বহু রাত ভিজেছে চোখের জলে,
কেও আসে নি সেদিন
কেও আসে নি আমার ঘরে
কেও ডাকে নি সেদিন
কেও ডাকে নি বাহুডোরে;
তবে আজ কেন এ ডাক?

আজ আর শুনবো না ডাক
তোর চাঁদের রাত আজ না হয় একা ভেসে যাক;
আমি তো ভেসে বেড়াচ্ছি সেই কবে থেকেই
তোতে.........


তুই'ময় তুই


তুই'ময় তুই
- যাযাবর জীবন

প্রায়ঃশই এক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে
'তুই'টা কে?
কি করে আমি বোঝাই লোকে!

সূর্য যখন প্রতিদিন ঘুমের ঘোরে কপাল চুমে
আমি তখন তো'কে নিয়ে স্বপ্নঘুমে
তোর চুমু স্বপ্ন ভাঙ্গায় আমার ঠোঁটে;
যখন আমি খাবার টেবিলে
তুই গলদঘর্ম উনুনে
গরম খাবার আমার প্লেটে;
যখন আমি কাজের ভীরে
মোবাইলটা গান গেয়ে ওঠে
এই যে জনাব অনেক হয়েছে কাজ, এবার একটু বিরতি!
পেটে খানিক দানাপানি
তারপর না হয় আবার কর্ম;
অফিস শেষে রিক্সায় পা রাখতেই মোবাইলটা বেজে ওঠে
এই যে মশায়, পেট তো বেড়ে গেছে
এইটুকুই মাত্র তো পথ
এসো না চলে কদম হেঁটে
খুব অনীহা? আচ্ছা তবে সঙ্গী হলেম পথের সাথে;
সন্ধ্যে নামতেই দুজনার দিন পঞ্জিকা বণ্টন
হাসি আনন্দ খুনসুটি
তুই আমার চোখের নিদ রাতের হাসি
বুকের ভেতর জাপটে ধরে
ভেসে বেড়ানো মন সাগরে,
যেদিন অমাবস্যা তুই'ই আমার চাঁদনি
যেদিন জ্যোৎস্না দুজনা ছাদে, চন্দ্রস্নানে
আমি তোর কোলে শুয়ে
মাথায় তোর হাত বিলি
কতদিন যে ছাদের ওপর ঘুমিয়ে পড়েছি!
তুই'ও বোকার মত সারারাত মাথা কোলে ঠায় বসে
সকালে সূর্য চোখে চোখে লাগতেই ঘুম ভেঙে তোকে একঠায় বসা দেখি
তখনো মাথায় তোর হাতবিলি
আমার এলোমেলো চুলগুলি;
কতদিন রাগ করেছি ঘুম ভাঙ্গাসনি বলে!
তোর মুখে শুধুই হাসি।

ঘর আমার সংসার হলো তখন
জীবনে তুই এলি যখন
আর নয়তো
চন্দ্রে সূর্যে
রোদ বৃষ্টিতে
পাহাড়ে সাগরে
দিনরাত্রিতে মিলেমিশে
ছিল তো এক যাযাবর জীবন;

তুই অনুভব
তুই স্পর্শ
তুই সকাল
তুই দুপুর
তুই চাঁদ
তুই জ্যোৎস্না
তুই প্রেম
তুই ভালোবাসা
"তুই" যাযাবরের "তুই ময়" জীবন।


সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

বিচ্ছেদের সূত্র



বিচ্ছেদের সূত্র
- যাযাবর জীবন

যখন হাত ছুঁয়ে দিস জলে
জলেতে টুংটাং,
যখন মন ছুঁয়ে দিস মনে
হৃদয়ে বাজে গান,
তবে কেন বিচ্ছেদের সময়
মনে হাহাকার জাগানিয়া গান?

বড্ড প্রগলভ হয়েছিলি সেদিন মিলনে,
ঠোঁটে ঠোঁট
হাতে হাত
হৃদয়ে হৃদয়
দেহতে দেহ,
প্রতিস্থাপনের প্রতিটি সূত্র মেনে;
বিচ্ছেদের সূত্র কি রে?

স্বপ্নের ভাঙা কাঁচে যখন রক্তাক্ত আমার পা
তোর তখন নতুন পথে নতুন পদযাত্রা,
বিচ্ছেদে কান্নার সূত্রটা শুধুই আমার একার।





রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

যাদুর শহর ঢাকা



যাদুর শহর ঢাকা
- যাযাবর জীবন

কাঁদিস কেন চোখ? অমাবস্যার অন্ধকারে
কোথাও কি হাসি নেই? তোর কান্নার আড়ালে;

মাথায় আজব আজব সব খেয়াল
চারিদিকে কালো কালো অট্টালিকার দেয়াল,
ওরে ও রাত
ও হে অন্ধকার
কানাগলি রাজপথ
ট্রাফিক সিগন্যাল
বিটের পুলিশের হুইসল
সুনসান গলিপথ
রাতের রমণী
ইশারা ইংগিত
দেহের পসরা
কটাক্ষ
উড়ছে টাকা
পুড়ছে দেহ
মদ
মচ্ছব
কোথাও বা ঠাস ঠুস এক আধটা গুলি
দূরে কোথাও হৈ হুল্লোড়
ছোটাছুটি
খানিক নীরবতা
তারপর আবার কানাগলি
হ য ব র ল,
আমার রাতের শহর
আমার ঢাকা শহর;

কোথাও ঢাক বাজছে দূরে
পুজোমন্ডপ বসেছে
আকাশে হাউই উড়ছে
বুদ্ধপূর্ণিমা রাতে
দোকানে দোকানে পসরা সাজানো
ঈদের খুশির আমেজে
সব যেন একসাথে
এক কাতারে
এই রঙ বেরঙের শহরে
এই যাদুর হাতছানি শহরে,
কাতারে কাতারে মানুষ ছুটে আসছে
কিসের জানি হাতছানিতে
পাগলের মত
যাদুর শহর ঢাকা'তে;
আর আমি......
দেখছি
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগের
পুতি দুর্গন্ধময় কালো পানি
মরতে দেখছি নদী
মরতে দেখছি শহর
মরছে ঢাকা
দেখছি আমি
আমার যাদুর শহর;

এক সময় আমার চোখ মরে যাবে
রাতের মত
অমাবস্যার মত
এ শহরের মত
ঢাকার মত
হাজার, অযুত, নিযুত
কোটির পর কোটি
পঙ্গপালের মত মানুষের চাপে;
ভার বওয়ারও তো একটা সীমা আছে
যাদুর শহরের।

কাঁদিস কেন চোখ? রাতের অন্ধকারে;
কোথাও হাসি নেই, কান্নার আড়ালে।






শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

একসাথে একমন



একসাথে একমন
- যাযাবর জীবন

যার সাথে ঠোঁটে ঠোঁট
যার সাথে মনে মন
যার সাথে হারাইয়াছি জীবন,
যার তরে বালুচর
যার তরে কাশ বন
আর বন জ্যোৎস্নায় একসাথে দুজন;
তুই আর আমি'তে
একপ্রাণ একমন
ভালোবাসায় জড়াজড়ি
শতাব্দী দিয়ে পাড়ি
দুজনে দুজন।


গোধূলির ধুপ



গোধূলির ধুপ
- যাযাবর জীবন

সূর্য দেখেছিস?
অস্তগামী,
তোর অনেক দিনের শখ আমাকে দেখার;
হ্যাঁ,
ঠিক ধরেছিস;
আমি গোধূলির ধুপ;

তুই সূর্যে পেতে চেয়েছিলি আমায়
আমি শুধুই অন্ধকার।




নৈঃশব্দ্যের দূরত্ব


নৈঃশব্দ্যের দূরত্ব
- যাযাবর জীবন

মুখোমুখি
এক জীবন
চোখাচোখি
দুই নয়ন
তবুও যুগ যুগ
দুজন দু-ভবন,
নিঃশব্দ ভালোবাসায় কেটে যায়
দুজনার নৈঃশব্দ্যের সারাটি জীবন;

শুধু দুজন দুজনার চোখ চেয়ে
শুধু দুজন দুজনার পথ চেয়ে
শুধুই দুজন দুজনকে ভালোবেসে,
কোথাও না কোথাও
অল্প একটু দূরত্ব থেকেই যায়
দুজনার মাঝে,
পাড়ি দেয়া হয় না মাত্র অল্প কিছুটা পথ
হাত ধরে আর হাত ধরে
একসাথে আর একসাথে।




বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

তোর ঠোঁটে তোতে মিশে



তোর ঠোঁটে তোতে মিশে
- যাযাবর জীবন

ঠোঁটে হারাইনি কত দিন?
তোর ঠোঁটে,
চুমুর আবেশে
ভালোবেসে;

তুই আমার সবজান্তা
ভেতর ও বাহিরে
দেহে ও মনে
ঠোঁটে ঠোঁট রেখে;

আমি চিনি তোকে সব রূপে
অভিমানে ঠোঁট বাঁকিয়ে
অনুরাগে চুল ঝাঁকিয়ে
ভালোবেসে ঠোঁটে ঠোঁটে;

সকালের চুমুতে দুপুর গড়াতে তোর জুড়ি মেলা ভার
দুপুরে ঠোঁটে ডুবে সন্ধ্যের সূর্যাস্ত লাল
রাতঘুমে বড্ড অস্বস্তি, আমার সারা শরীরে তোর ভার
বড্ড অন্যরকম ছিল আমাদের দিনগুলো, এইতো সেদিনও;

আজ অনেকগুলো দিন পার হয়েছে গেছে শুকনো ঠোঁটে
আজ বড্ড চুমু খেতে ইচ্ছে করছে তোর ভেজা ঠোঁটে
সেই আগের মত করে, সকাল থেকে দুপুর পেরিয়ে সন্ধ্যে
তারপর রাতঘুমে, তোর ভারে তোতে মিশে।











বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

হিবিজিবি বিকেল



হিবিজিবি বিকেল
- যাযাবর জীবন

ঘুম
দুপুর ঘুম
চোখ বন্ধ
চোখে ঘুম,

চুম
এসে চুম
চোখ খুলেছি
চোখে চুম,

মন
মন খারাপ
তুই নেই
পাশে আজ,

চল
মন চল
উড়ে যাই
আকাশে আজ।



সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

নিঃশর্ত হারিয়ে যাওয়া



নিঃশর্ত হারিয়ে যাওয়া
- যাযাবর জীবন

তুই কি অসুস্থ?
না তো!
তবে?
তবে কি?

তোর হাত দুটো ঠিক আছে?
হ্যাঁ, আছে;
তবে জড়িয়ে ধরছিস না কেন?

তোর ঠোঁটে ঘা হয়েছে?
না তো!
তবে চুমু খাচ্ছিস না কেন?

তোর মন ভালো আছে?
হ্যাঁ,
তবে প্রেম করতে বাঁধা কোথায়?

দীর্ঘশ্বাস ফেলে তুই বলেছিলি -
ভয় করে তোকে জড়িয়ে নিতে
যদি জড়িয়ে যাই তোতে,
ভয় করে তোর ঠোঁটে ডুবে যেতে
যদি হারিয়ে যাই তোতে,
বড্ড বেশী ভয় করে ডুবে যেতে তোতে
যদি আর কখনো আমার বলে কিছু না থাকে?

আরে বোকা সেদিন তো আমি মানেই তুই
আর তুইই আমি
যেদিন আমাতে ডুববি তুই
আর তোতে আমি;

তারপর............
আমরা নিঃশর্ত হারিয়েছিলাম
দুজন দুজনে,
সেই থেকে আজ অবধি
ডুবে আর ভেসে একসাথে
ভালোবেসে আর ভালোবেসে
দুজন দুজনে।



রবিবার, ২ অক্টোবর, ২০১৬

নিষেধাজ্ঞার বেড়াজালে



নিষেধাজ্ঞার বেড়াজালে
- যাযাবর জীবন

ইদানীং সবকিছুতেই বড্ড নিষেধাজ্ঞা;
নিষেধাজ্ঞা খাওয়ায়
পড়ায়
চলনে বলনে;

কিই বা ঘোড়ার ডিম খেতাম সারাদিনে?

মুখের মধ্যে গুঁজতাম কিছু ছাইপাঁশ শাক সবজি
আর ঠোঁটের মধ্যে চুমু;

রাত হলেই কোলবালিশটা কাঁদে,
কাহাতক আর চাপ সহ্য হয়?

জলে ডুব দিয়ে কি আর মন ঠাণ্ডা হয়?


বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

জ্যোৎস্না রাতে রূপসা পারে, জলপরী ও আমি



জ্যোৎস্না রাতে রূপসা পারে, জলপরী ও আমি

- যাযাবর জীবন

অনেক দিন কথা হয় নি তার সাথে
অনেক দিন হয় নি দেখা স্বপ্নদেশে
রূপকুমারী কেমন আছে চাঁদের দেশে
জলপরীটা কেমন আছে জলের নীচে?

অনেকটা সময়ই কেটে গেছে আমার কালঘুমে
স্বপ্নহীন কালোরাতে,
হয়তো সে এসেছিল খুঁজতে আমায় পরীর বেশে
হয়তো স্থলে ডানা মেলে
হয়তো জলে ডুবসাঁতারে
হয়তো রাতে জ্যোৎস্না মেখে
হয়তো উড়ে মেঘে ভেসে,
আমি ছিলেম হয়তো তখন
নিদের দেশে
ঘুম আবেশে,
হয়নি দেখা পরীর সাথে স্বপ্ন দেশে
ভালোবেসে
ভালোবেসে;

চোখ মেলতেই যখন আমার সূর্য চোখে
পরী তখন অনেক দূরে তারার দেশে,
ঘুম আবেশে চোখ জড়িয়ে
ঘুম আবেশে;
রূপসা পারের জলপরীটা অভিমানে ডুব দিয়েছে
আকাশ পরী কেমন আছে মুখভারে চাঁদের দেশে?

ঘুম ভাংতেই দেখতে তোমায় ইচ্ছে করে
জলপরীকে জ্যোৎস্না রাতে
রূপসা পারে;
ঠোঁটে ঠোঁটে ডুবে যেতে ইচ্ছে করে
চাঁদনি রাতে ভালোবেসে
প্রেম সাগরে।



ভালোবাসার নতুন সূর্যোদয়



ভালোবাসার নতুন সূর্যোদয়

- যাযাবর জীবন

একদিন
কোন একদিন
খুব হঠাৎ
হারিয়ে যাওয়া চুপিচুপি
না ফেরার দেশে
একেবারে;

তুমি কাঁদবে
চোখ ভাসবে
মন শ্যাওলা কিছুদিন;
আঁচলে বর্ণহীন নোনা শুকোতে সময় লাগে কতটুকু?
অতটুকুই আমার অনুভব;

তারপর আবার নতুন জ্যোৎস্না
নতুন চাঁদে নতুন হাত
নতুন পদচিহ্ন নতুন সূর্যে
নতুন অনুভবে নতুন ভালোবাসা
নতুন জীবন নতুন সময়ে;

কালকের ভালোবাসা আজকের ইতিহাস
কে আঁকড়ে রাখে পুরনো অনুভব?
আমি তো সেই কবেই মাটি হয়ে গিয়েছি,
এখন তোমার নতুন সময়;

ও ভুবন থেকে শুভেচ্ছার হাওয়া পাঠালাম কিছু
গায়ে জড়িয়ে নিও বাসি বেলির অনুভবে
মনে জ্যোৎস্না বৃষ্টি হলে।




সূর্যে অমাবস্যা



সূর্যে অমাবস্যা
- যাযাবর জীবন

সন্ধ্যা ঘনাতেই তুই চাঁদ
কোথায় ছিলি দিনে?
চাঁদনি খুঁজতে খুঁজতে আমি অন্ধ হয়েছি সূর্যে,
তুই যখন মেঘবিকেলের তারা
আমি রাত্রি হতে হতে অমাবস্যা;
মিলন হবে কি গ্রহণে?
চাঁদ আর সূর্যের
আলো আর আধারের
তোর আর আমার?
কেন অলীক স্বপ্ন দেখিস দুপুরঘুমে?
প্রজাপতি চুমবে না তোর চোখ;

কান্না মেশে কি জোয়ার জলে?
মোহনার ভাটা কেন লোনা?
যে ভেজে নি পাহাড়ি ঝর্ণায়
চোখের জলে তার কি আসে যায়া?
পাথরে শুধুই পিছল শ্যাওলা
কান্নায় ক্ষয় ধরে না;

সেদিন এক চুমু দূরত্ব পারি দেয়া হয় নি
আজ ডুবসাঁতারে কার প্রতীক্ষা?
সময় তো কবেই বয়ে গেছে ভাটায়
এখনো কেন গ্রহণের অপেক্ষা?
অপেক্ষা চাঁদে সূর্য মেলার
অপেক্ষা অমাবস্যায় জ্যোৎস্নার;
সকাল দেখেই তো দিন চেনা যায়,
কেন নোনায় ভাসিস আমার অপেক্ষায়?

আমি সূর্য নই, ঘোর অমাবস্যা।


অলীক নিক্তি



অলীক নিক্তি
- যাযাবর জীবন

ঘণ্টির টিং টিং টিং টিং
দরজায়,
অসময়ে কার আগমন জীবনে?
কেওর মেলতেই মন খারাপের হো হো বাতাস
যাহ্‌!
দুয়ার ফাঁকা
বাতাসও রঙ্গ শিখে গেছে
তোর মত;
অথচ আসার কথা ছিল তোরই,
দুয়ার খুলে
কড়া নাড়িয়ে;

ঘণ্টির টিং টিং টিং টিং;
রঙিলা বাতাস,
দরজায় ঝাপটা মারে
নিঃসঙ্গ রাতে,
অদ্ভুত এক নির্জনতা গ্রাস করে
দুয়ার খুলে,
বড্ড অসহায় লাগে;

মন খারাপ মাপার নিক্তি আবিষ্কার করেছিল,
কে
কবে?

সম্পর্কের বোধোদয়



সম্পর্কের বোধোদয়
- যাযাবর জীবন

কিছু কিছু সম্পর্ক'কে মনে হয় গভীর
খুব গভীর
ঠাঁই খুঁজতে গেলে অঠাই
তল খুঁজতে অতল
একদিন কথা না হলে অস্থির জীবন
দেখা না হলে হরিণ মন
যেন তৈরিই হয়েছে একের জন্য অপর;
আদতে?
পাপড়ি টোকা স্বার্থে
ভাঙ্গে দুজন
ভাঙ্গে জীবন
চুরচুর কাঁচে ক্রমাগত হৃদয় কাটে;
কোথায় সম্পর্ক?

কিছু কিছু সম্পর্ক অবোধ্য
বোঝাই যায় না কোথাও সুঁতোগাথা আছে
কথা হয় এদের কালে ভদ্রে
তবে কোথায় জানি একটা অনুভব
অনুভূতি বুকের ভেতরে
পরস্পরের তরে,
বিপদে আপদে বোঝা যায় সম্পর্কের গভীরতা
বলতে হয় না কাওকে
অথচ সমস্যার সমাধান চুপিসারে
তারপর আবার চুপ
দুজন দুপ্রান্তে
অনুভবে অনুভবে;
কোথায় সম্পর্ক?
কোথাও না কোথাও তো আছেই,
এদের মাঝে।

আমি না বুঝলাম আমাকে
না তোকে
না মানুষকে,
সম্পর্ক-তো বোঝা ই হলো না আমার আজো।




সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

অন্যরকম তোর আবেশে


অন্যরকম তোর আবেশে
- যাযাবর জীবন

আজ সকালটা অন্যরকম
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
স্বপ্ন ভাঙলো ফোনে
ঘুমঘোরে হ্যালোও
মধু গুঞ্জন কানে
চোখের ঘুম উধাও
চাঁদ উঠলো দিনে
চাঁদনি সুধা মনে;

আজ দিনটা অন্যরকম
অন্যরকম
অন্যরকম
তোর ফোনে;

আজ রোদ উঠেছে
মেঘ করেছে
বৃষ্টি নেমেছে ঝুম
আজ সূর্যই আমার চাঁদ
তো'তে মেতে আজ
চাঁদনি স্নানের ধুম;

আজ দিনটা অন্যরকম তোর আবেশে
ভিন্নরকম স্বপ্নাবেশে
সারাটা দিন তো'তে মেতে
তোর ফোনেতে
তোর ফোনেতে;
আজ দিনটা অন্যরকম
অন্যরকম
অন্যরকম।




রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

সময়ের ভুল



সময়ের ভুল
- যাযাবর জীবন

তোর সবচেয়ে বড় ভুল - 'আমায় ভালোবাসা'
আমার সবচেয়ে বড় ভুল - 'তোকে বোঝাতে না পারা'
কিছু কিছু ভুল কখনোই শুধরানো যায় না
তবুও চেষ্টা করে যেতে হয়;

সময় সব দুঃখ ভুলিয়ে দেয় একসময়;
অনেক অনেক দিন পরে
আজকের ভুলগুলো মনে করে মুচকি হাসিতে চিন্তা করবি একা বসে -
"কি ছেলেমানুষিই না করেছিলাম এক সময়"
আজকের ভুলগুলো উড়তে থাকবে সময়ের আকাশে - "টিপ্পনী মেখে"।

আমি আজও হাসি তোর ছেলেমানুষি দেখে
সেদিনও না হয় হাসব আবার তোর সাথে মিশে।



বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

চাঁদে কান্না



চাঁদে কান্না
- যাযাবর জীবন

তুই আমায় চাঁদ দিয়েছিস
চাঁদনি আঁকব কোন তুলিতে?
কাঁদছিস কেন রে ভালোবেসে?
জলরঙে কি কান্না আঁকা যায়?

একদিন আমরা মানুষ ছিলাম
ভালোবেসে তুই কান্না হলি
আমি রাত্রি হলাম;
এখন চাঁদনি কাঁদে অমাবস্যায়,
বৃষ্টি কোথায় চাঁদে? কান্না ধুয়ে নিতে;

অন্ধকারের চেয়ে বাস্তব কবিতা আর কি হতে পারে?
তুই আমায় রাত্রি দিয়েছিস।


নিষ্কর্মা দুপুর


নিষ্কর্মা দুপুর
- যাযাবর জীবন

কেন লাল হলি রে লাজে?
এই দুপুর রোদের ভাঁজে,
কই? এখনো আঙ্গুল ছোঁয়াইনিতো তো গালে,
চুমিনি এখনো তোর ঠোঁট;

তবে কেন লাল হলি তুই আজ?
সারাটা দিন তোতে মেতে মেতে
বয়ে গেলো বেলা
হলো না আজ আর কোনো কাজ।


জলকুমারীর কান্না



জলকুমারীর কান্না
- যাযাবর জীবন

রঙ্গিন তো সবাই দেখে
আমি না হয় সাদাকালোই দেখলাম;
সাদাকালো চোখে সাদাকালো মন
ফকফকা রৌদ্রজ্জ্বল শুভ্র সাদা, জলকুমারীকে দেখেছি যেমন
মনের ক্যানভাসে আঁচর কাটার চেষ্টা তেমন,
কি হয়েছে জানি না
তবে খুব একটা খারাপ হয় নি, বলছে মন;

রঙ্গিন তো সবাই আঁকে
তবে বেশ মানিয়েছে কিন্তু তোকে সাদাকালোতে;
যেন তোরই মনের প্রতিচ্ছবি
শুভ্র সাদা
দিনের দিন,
তুলিতে কিছু মিশিয়ে নিয়েছি কালো
আমার মন থেকে
আমি তো সেই কবে থেকেই রাতের রাত
অন্ধকার;

দিনের বেলায় মুখ তোলে জলকুমারী
রাতের নদীতে কালো পানি
মনখারাপে জলকুমারী পানিতে ডুব দেয়
নদী জল অশ্রুজল ধুয়ে নেয়;

আমার থেকে মাঝে মাঝে সে কান্না লুকাতে চায়
জলকুমারী কেন ভুলে যায়?
অন্ধকারে অন্ধের কি এসে যায়;
আমি তোর হাসি কান্না পড়ি মনের চোখে।




বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

জলকুমারীর মন খারাপ



জলকুমারীর মন খারাপ
- যাযাবর জীবন

আজ তোর মন এত খারাপ কেন?
কই না তো!
উঁহু, তোর মন খারাপ,
আরে নাহ, মন ভালোই আছে;
আমার নাক বড্ড সরেস রে জলকুমারী
আমা থেকে লুকোবি?
ঐ ওখানে তোর মন পুড়ে
মনখারাপের গন্ধ এখানে আমার নাক জুড়ে;

জলকুমারী একটু চুপ করে থেকে ডুব দেয় জলে,
তারপর অন্ধকার;
রাতভর আমাকে ঘিরে রাখে মন খারাপের হাওয়া।










সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

সম্পর্কের আঁচার



সম্পর্কের আঁচার
- যাযাবর জীবন

হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা, রাতের অভিমানের কাপড়
সকালে জল ঝরে টুপ টাপ
কে চেখে দেখেছে মিষ্টি কি লোনা?
মনের সুঁই সুতোয় একদিন, বন্ধুত্ব হয়েছে বোনা;

সম্পর্কের আঁচার টক মিষ্টি ঝাল
অভিমান তেতে উঠলে রোদে, কখনো রাগে লাল
বন্ধুত্বে ফারাক দুপুরের তেতো কথা
নিমের তিতা যেন এর চেয়ে মিঠা;

ভুল বোঝাবুঝি!
কিছু তো থাকবেই, সম্পর্ক হলে
বিকেলে কমতে থাকে ঝাল, রাগ বাসি হলে
সন্ধ্যের সমাপ্তিতে বন্ধুত্ব, মিঠে কথা বলে।

কে না চেখেছে সম্পর্কের আঁচার?
টক মিষ্টি ঝাল দিয়েই বন্ধুত্ব বিচার।


স্বপ্ন বোনা রাত



স্বপ্ন বোনা রাত
- যাযাবর জীবন

খট খট খট খট,
দরজায় কড়া নাড়ছে কে?
কেও কি এসেছে আমার দোরে?
রাত্রি বেলায় মন সাগরে,
এসেছে কি সে?
যুগ যুগ অপেক্ষার পরে;

দ্বিধাহ্নিত পায়ে দরজার এপাশে দাড়াই
ওপারে প্রতীক্ষার দীর্ঘ নিঃশ্বাস পাই
কেওর মেলতেই একরাশ অন্ধকার ঝাঁপিয়ে গায়
হো হো বাতাস ব্যঙ্গ করে আমায়,
কোথায় চাঁদনি?
কোথায় তুই?
হতবিহবল ইতিউতি তাকাই
নাহ্, কেও কোথাও নাই
হয়তো মন ভ্রম, স্বপ্ন ভ্রমে
কিংবা তোর ভ্রমে
রাত কাটছে অপেক্ষার প্রহর গুনে গুনে;

যোজন যোজন দূরত্বে তুই
আমি রাত্রি গুনি স্বপ্ন বুনে বুনে।






রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

সেলাই



সেলাই
- যাযাবর জীবন

হৃদয় ভাংতে জুড়ি নেই নারীর
সম্পর্ক জোড়ার দায়
শুধু আমারই
সুঁইয়ে সুতো গেঁথে

আমি অন্ধকার ভাঙি রাতে
আর দিনে ভাঙি সূর্য
চোখে যদি নাই ঘুম হলো
স্বপ্ন ভাঙে কিসে?

মন ভাঙে নারী পেন্সিল খোঁচায়
শীষ ভাঙে দাঁত পিষে
সাদা ক্যানভাসে বিষগাঁথা এঁকে
আমি কাব্য গাঁথি বিষে।




বাঁধনের প্যাঁচ



বাঁধনের প্যাঁচ
- যাযাবর জীবন

দড়ির প্যাঁচে বাঁধা যায় না জীবন
বাঁধা যায় না মনের প্যাঁচে মন
বেঁধে রাখা যায় না সময়কে
আমরা বেঁধে রাখতে চাই সম্পর্ককে, নিজের করে
আপন মানুষগুলোকে, নিজের কাছে;
কে কবে বেঁধে রাখতে পেরেছিল মরণ?

সাদা শুভ্রতার রঙ
বৈধব্য কি সাদা নয়?

মানুষ চলে গেলে কাঁদিস কেন মন?


অর্ধার্ধি



অর্ধার্ধি
- যাযাবর জীবন

আধ খাওয়া চাঁদে দেখি অর্ধেক মুখ
অর্ধ মানবীর প্রেমেতে অর্ধেক সুখ
আধ খাওয়া হৃদয়ের অর্ধেক নর
আধখানি ভালোবাসার অর্ধেক ঘর;
পূর্ণ মানবী চায় পূর্ণ এক নর
জ্যোৎস্নায় খুঁজি যারে সে আমার পর।


ডুবা-ভাসা



ডুবা-ভাসা
- যাযাবর জীবন

ডুব সাঁতারে মাছেরাই ভাসে
আর আমি তোতে,
হাঁটু জলে তো কামের চুলকানি
প্রেম করতে হয় অথৈ জলে;
সাঁতার না জেনেও জলে ডুব দেয়
শুধুই বোকারা,
আর প্রেমিক, গভীর প্রণয়ে।


কাব্য স্বাদ



কাব্য স্বাদ
- যাযাবর জীবন

তোকে বুঝতে চেয়ে বুঝতে গিয়েছি কবিতা
আদতে বুঝি নাই কোনটা
আজো দুজনই অবোধ্য আমার কাছে,
তুই আর কবিতা;
একজন, আরেকজন থেকে তিতা।


শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

একপেশে ভালোবাসার একচক্ষু মানুষ



একপেশে ভালোবাসার একচক্ষু মানুষ
- যাযাবর জীবন

একচক্ষু মানুষগুলো বড্ড একপেশে চিন্তায় মশগুল
একপেশে ভালোবাসার উকুনগুলো খুবলে খায় মাথার একপাশ
আরেক পাশে বোধবুদ্ধিহীন এক একপেশে বোকার বাস,
একপেশে পোকাগুলো এদের মাথার ভেতর একবার ঢুকে পড়লে
এরা বোধবুদ্ধিহীন কিছু অনুভূতি বুকে বয়ে ঘুরে বেড়ায়
এদের মনের ভেতর মন খারাপ নাচে গায়, খায় দায়, ঘুমায়
একপেশে মাকড়শার জাল বুনে এরা মনের ঘরে একা
তারপর নিজের জালে আটকে থাকে
নিজের অজান্তে নিজেই
একরাশ হাহাকার বুকে নিয়ে
একা......


বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

বাষ্পীভূত মন বিলাস


বাষ্পীভূত মন বিলাস
- যাযাবর জীবন

বৃষ্টি নেমেছে মধ্য রাতে
টিনের চালে
গাছের ডালে
আজ রাতটা না হয়, বৃষ্টি বিলাস

ফাঁকা রাস্তা, সুনসান
একটি দুটি রিক্সা, হুড তোলা
একটি দুটি গাড়ি, দাপিয়ে চলা
চল রাস্তায় চল
চল ভিজি চল
আজ রাতটা না হয়, বৃষ্টি বিলাস

মন আনচান
বৃষ্টি ঝুম
চোখ ঝরছে
উধাও ঘুম
বৃষ্টি টুপটাপ
আকাশ গলছে
বজ্রের চমক
মন টলছে
চল ভিজি চল
চল কান্নায় ভিজি
চল হাত ধরাধরি
চল বৃষ্টিতে ভিজি

ঝরছে বৃষ্টি আজ মধ্য রাতে
মনের অলিগলি সব ভিজিয়ে দিতে
চল হাত ধরি
চল প্রেম করি
চল ভিজি চল
ধুম বৃষ্টিতে ভিজি
আজ না হয় আমাদের, বৃষ্টি বিলাস
আমাদের দুজনের স্বপ্ন বিলাস

আকাশে চাঁদ উঠলেই মন জ্যোৎস্না বিলাস
মেঘ কাঁদলেই মন বৃষ্টি বিলাস
চোখে ঘুম খেললেই মন স্বপ্ন বিলাস
আদতে, বাস্তবতার খরতাপে বাষ্পীভূত সকল মন বিলাস।








মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

ধূসর স্বপ্ন



ধূসর স্বপ্ন
- যাযাবর জীবন

স্বপ্ন মরে না প্রেমিকের চোখ থেকে
শুধু রঙ বদলায় সময়ের সাথে সাথে,
কখনো সাদাকালো কখনো রঙিন
কখনো ঘষা কাঁচের মত স্বচ্ছ
কখনো ঘোলাটে ধূসর;

আমরা পথ চলি পথ হেঁটে
পথের ধুলো পা'য়ে মেখে
ধূসর মাসের কোলে ধূসর মাস গড়ায়
ধূসর বছর গড়ায় ধূসর বছরে
আমরা পাশাপাশি হাঁটতে থাকি হাতে হাত রেখে
তারপর ধূসর ধুলো মাখা ক্লান্ত পা'য়ে মুখোমুখি দাঁড়াই বটের ছায়াতলে
তুই আর আমি,
ঠোঁট চুমতে;
ধূসর স্বপ্ন ভেঙে যায় ভোরের সূর্যের লালে;

সামনে লম্বা দিন কঠিন বাস্তবতার
উঠে পরি ঘুম থেকে স্বপ্ন'কে ছুটি দিয়ে,
আবার না হয় স্বপ্ন দেখব কাল রাতে
নতুন করে
ধূসর প্রেমের স্বপ্ন
তুই আর আমি মিলে।



সোমবার, ২২ আগস্ট, ২০১৬

স্পর্শের ওপারের স্পর্শ


স্পর্শের ওপারের স্পর্শ
- যাযাবর জীবন

চাঁদের এপারে আমি
স্পর্শের ওপারে তুই
হাত বাড়ায় তো অনেকেই
ছুঁতে চাইলেই কি আকাশ ছোঁয়া যায়?
হৃদয়ের একপাশে তার বসবাস
আরেক পাশটা আঁধার
যতই কাছে আসতে চাস না কেন তুই,
অন্ধকারে কি ভালোবাসা যায়?

স্পর্শের ওপারে কোন স্পর্শ নেই
তুই হাত বুলিয়েছিস হাওয়াতে;
আমি রাত্রির কান্না
সূর্যে আমায় পেয়েছে কে?



রবিবার, ২১ আগস্ট, ২০১৬

বৃষ্টিভেজা রাত



বৃষ্টিভেজা রাত
- যাযাবর জীবন

ঝুমঝুমান্তি বৃষ্টি নেমেছে
চল ভিজি আজ চুমুতে
বৃষ্টি নেমেছে শীত নামাতে
আগুন পোহাব তোর ঠোঁটে;
চল ভিজি দুজন বৃষ্টিতে
চল ভিজি আজ রাতে।




শনিবার, ২০ আগস্ট, ২০১৬

জ্যোৎস্নায় চাঁদনির চিঠি



জ্যোৎস্নায় চাঁদনির চিঠি
- যাযাবর জীবন

চাঁদ পিওন
ও চাঁদ পিওন
একটু দাড়াও না রে ভাই
দেখ না একটু খুঁজে তোমার চিঠির ঝোলাটা
আমার চাঁদনির চিঠিটা তোমার ঝোলায় আলো ফেলছে কি না;
মেঘ পিওন এসে জ্যোৎস্না ঢেকে দিয়ে যায়
চাঁদ পিওন মেঘের কোলে ঘুমায়
আমার আর চিঠি পড়া হয় না
চাঁদনির লেখা
ভালোবাসার চিঠিটা;

আমি চন্দ্রমাসের আটাশ দিন কাটাই অমাবস্যায়
দিন গুনি চাঁদনির চিঠির আশায়,
চাঁদনি চিঠি লেখে আমায় একটি করে প্রতি জ্যোৎস্নায়
আমি চন্দ্রাহত হই
তারপর আবার অন্ধকার
অপেক্ষার প্রহর গুনি পরের জ্যোৎস্নার;
চন্দ্রমাস আসে
চন্দ্রবছর যায়
এভাবেই যুগ যুগ ধরে পার হচ্ছে চন্দ্রযুগ
প্রতি জ্যোৎস্নায় একটি করে
চাঁদনির চিঠি পড়ে
অনুভবে আর অনুভবে।



শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

বিপ্রতীপ বিপরীত



বিপ্রতীপ বিপরীত
- যাযাবর জীবন

এপারে তুই ওপারে আমি
একপারে ভালোবাসা অন্যপারে দুঃখ
মাঝে সময় বয়ে চলা নদী,
তুই রৌদ্দুর
আমি কায়া
আমি অন্ধকার
তুই ছায়া
আমি হৃদয়হীন
তোর বুক ভরা মায়া;

ভালোবাসা কাঁদায় আমি হাসি
তুই ভাসিস আমি ডুবি
প্রেম ডোবায় আমি ভাসি
পাল্টায় সময় উল্টায় জীবন
কিছু প্রেম কিছু কান্না
কিছু আলো কিছু অমাবস্যা
কিছু মেঘ কিছু চাঁদ
কিছু সূর্য কিছু রাত
তুই দখিনা সমীরণ আমি উত্তুরে শীত
তুই এদিক আমি ওদিক
আমরা দুই মেরুর বাসিন্দা বলেই আজো টিকে আছি
টিকে আছে আমাদের সম্পর্ক
টিকে আছে ভালোবাসা
টিকে আছে অনুভব
দুজন দুজনে মেতে
তুই আমাতে
আমি তোতে।


বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

জানতে ইচ্ছে করে



জানতে ইচ্ছে করে
- যাযাবর জীবন

আচ্ছা, আমার কথা মনে হয় তোর?
সেই পুরনো দিনগুলো,
পাগলামির
ভালোবাসাবাসির?
জানিস,
আমি কিন্তু এখনো অনেক ভালোবাসি তোকে,
সেই আগের মত
কিংবা হয়তো তার থেকেও অনেক অনেক বেশী;

ধ্যেৎ! লজ্জা পাস না,
ভালোবাসা মানেই তো আর কাছে আসা নয়
এখন আমার কাছে ভালোবাসা মানেই তোর অনুভব
তোর থাকা আর না থাকার
কাছে আসা আর না আসার
তুই ভালো আছিস জানলে কি এক অদ্ভুত ভালোলাগায় মনটা ভরে যায়
তোর মন খারাপ কিন্তু এখনো আমায় কাঁদায়;

আচ্ছা! তোরও কি এমনই হয়?
বড্ড জানতে ইচ্ছে করে।



স্বর্ণ লতা



স্বর্ণ লতা
- যাযাবর জীবন

আমি তোর প্রেমের হিজল গাছ নই
তবু সেই কবে থেকে তুই জড়িয়ে রেখেছিস আমায়
অসভ্য স্বর্ণালু লতার মত;
যতই ছাড়াতে যাই ততই বেশি করে জড়িয়ে যাই
স্বর্ণ লতার বাহুডোরে,
তোর স্পর্শে কিছু অসভ্য হয়ে গেছি আমিও
যখন তখন চুমতে ইচ্ছে করে তোর ঠোঁট;
রাতের ইচ্ছেগুলো তো আরো বেশি কালো,
অন্ধকার নামলেই আমিও সোনালু লতা হয়ে যাই
নেমে পরি ঠোঁট বেয়ে তোর বুকে
বুক বেয়ে নাভিতে
নাভি বেয়ে নিচে
আরো নিচে,
হারিয়ে যেতে অতল অন্ধকারে
তোর ভেতরে
গভীর থেকে আরো গভীরে;

প্রেমিকার কথা মনে করতে হয় না রাতে
ভালোবাসার কথা মনে হলেই অন্ধকার হয়ে যাই আমি,
তোতে।




বোধোদয়ে চেনা



বোধোদয়ে চেনা
- যাযাবর জীবন

অন্ধকারে টর্চ তো সবাই জ্বালে
শুধু তুই'ই জ্বালিস সূর্যের দিনে
বদ্ধ ঘরে ভালোবাসা খুঁজিস
চোখ বন্ধ করে,
অথচ সূর্যবাতি জ্বালানোই আছে
পুরোটা আকাশ জুড়ে
মানুষ নিতে চিনে;

আর ভালোবাসা?
সে তো চিনে নিতে হয় চোখ পড়ে,
কি এসে যায় আলো কিংবা আঁধারে?

তোর বোধোদয় হবে কবে?


বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

স্পর্শের সুখ-অসুখ


স্পর্শের সুখ-অসুখ
- যাযাবর জীবন

তুই চাইলেই বৃষ্টি
ভিজি আমি
আমি চাইলেই কান্না
ভেজে চোখ,
কিছু ছোঁয়া স্পর্শ থেকে দূরে
কিছু অনুভব স্পর্শের ভেতরে
তুই আমার হাত ছুঁয়েছিলি হৃদয় না ছুঁয়ে
আমি তোর অস্তিত্ব ছুঁয়ে আছি তোকে না ছুঁয়ে
স্পর্শের খেলায় হেরে গেছিস তুই
হৃদয় খেলা না খেলে;

ভালোবাসাটা তোর জীবনে অসুখ
আমি ভালোবাসা বিলিয়ে খুঁজি সুখ
সুখ আর অসুখের পার্থক্য চেনে ঘুমবড়ি
চোখ চেনে স্বপ্ন
নির্ঘুম কষ্ট চেনে রাত
তুই আমাতে মগ্ন,
ভালোবাসা না বুঝেই বেসেছিস তুই ভালো
চাঁদ ধরতে গিয়ে ধরেছিস জ্যোৎস্নালো
মাশুল তো গুনতেই হবে তোকে
ঘুণপোকা যখন হৃদয় কাটে
আর তুই মগ্ন আমাতে;

আজ আকাশে কোজাগরী পূর্ণিমা
চল চন্দ্রস্নানে
ভালোবাসা ভুলে গিয়ে
আমি তোর হৃদয় ছুঁয়ে থাকব তোকে না ছুঁয়ে
তুই হাত ছুঁয়ে থাকিস আমার
হৃদয় না পেয়ে।





মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

উড়াল ডানার গল্প



উড়াল ডানার গল্প
- যাযাবর জীবন

তোকে নিয়ে লিখতেই হবে কবিতা
এ কথা কাকে কে বলেছে কবে?
তবুও মনের কথাগুলো কাওকে
কানে কানে আমায় বলে যেতে হবে;

হোক না সে গল্পের ছলে বলে
না হয় কিছু এলোমেলো ব্যাকরণ
ক্যানভাসে কার ছবি কথা বলে
ছড়িয়ে দিলে সেথা কালো রঙ,
ইশারায় ধোঁয়া ধোঁয়া কথাগুলো
ঠারেঠোরে অনেক তো হয়েছে বলা
ভালোবাসা মানেই কি শুধু ক্ষরণ?
তোর কথা মনে করে পথ চলা,
দুচোখ নোনা জলে ঝাপসা
বালিশে তোর কথা মনে হলে
একা হয়ে নিঃসঙ্গ রাতটা
মনে মনে তোর সাথে কথা বলে,
উড়ছে আকাশে মন উড়ছে
উড়াল ডানায় ওড়ে ইকারাস
হয়েছে গল্প অনেক হয়েছে
এবার আমায় তুই ভালোবাস;

তোকে নিয়ে লিখতেই হবে যে কবিতা
মন বলেছে আমায় এ কথা সরবে
ভালোবাসি তোকেই যে ভালোবাসি
তোর কানে সে কথা বলে যেতে হবে।






খেয়ালি বাঁশির সুর



খেয়ালি বাঁশির সুর
- যাযাবর জীবন

তোর খেয়ালি মনের মেঘে
কারো জীবন অন্ধকার,
তোর খামখেয়ালিপনার মৃদু বাতাস
কারো জীবনে ঝড়,
আচ্ছা বল তো! খেয়ালি স্বপ্নে কি কাওকে ভালোবেসেছিলি?
না হলে সূর্য রাত হলো কিভাবে?

মাঝে মাঝে আমারও ইচ্ছে হয়
খেয়ালি বাঁশিতে সুর তুলতে,
তোর জন্য।

বোকা মানুষ



বোকা মানুষ
- যাযাবর জীবন

ভালোবাসার বিনিময় যেখানে অর্থে
অনর্থের কালোমেঘ সম্পর্কের আকাশে,

চাহিদা আর যোগান এর মাঝখানে যে শূন্য অংশ
মাঝে মাঝে পূরণ করতে যাই ভালোবাসা দিয়ে
আমি অসহায় চেয়ে দেখি
অর্থ হাসে দাম্ভিকতায়;

তবুও আমি ভালোবাসার সুঁই সুতোয় সম্পর্ক সেলাই করেই যাব,
কত রকম বোকা মানুষই তো আছে পৃথিবীতে!


কালো কবিতার সময়



কালো কবিতার সময়
- যাযাবর জীবন

রাত্রিগুলো অন্ধকার
আমার মত
রাত্রিতে উথলে ওঠে
বেদনা যত;

রাত্রিতে অপরাধ
রিপুর হানায়
রাত্রি হলো মনের আয়না
আমায় চেনায়;

রাত্রিতে আমার আমি
মনে হানা
রাত্রিতে আমার আমি
জীবন চেনা;

কাটিয়েছি অনেক সময়
হেলাফেলা
তৈরি হয় কালো কবিতা
রাত্রিবেলা।


বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

জিজ্ঞাসা - সময় বদল




জিজ্ঞাসা - সময় বদল
- যাযাবর জীবন

অনেক প্রশ্ন মনে
উত্তর জানা হয় নি

যখনই জিজ্ঞাসা
তুই চুপ
যখনই ভালোবাসা
দেখেছি বিমর্ষতা
যখনই শরীর
তুই পাথর

অথচ সেদিনও তুই ছিলি প্রাজ্ঞ
আমি অজ্ঞ
আমাদের সময় ছিল প্রতিকুল
দুজনে করেছিলাম অনুকূল
আমার বিরাগে
তোর অনুরাগ

আর এখন?
আমি আর্দ্র ঠোঁট বাড়াই
তোর শুষ্ক ঠোঁট পাই
তোতে যতই আসক্ত হই
তোর নিরাসক্ততা দেখি
শারীরিক উত্তপ্ততা নিয়ে তোকে ছুঁই
বরফের শৈত্যতায় জমে রই

কেন
কিভাবে
কখন
বদলে গেল সময়
বদলে গেছিস তুই
অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন
আমাদের মাঝে

তুই চুপ
তুই চুপ
তুই চুপ

আমি উত্তর খুঁজি
সূর্যে
চাঁদে
জ্যোৎস্নায়
অমাবস্যায়
আর নির্ঘুম কান্নায়।




বুধবার, ১০ আগস্ট, ২০১৬

চাঁদ সূর্যে তুই



চাঁদ সূর্যে তুই
- যাযাবর জীবন

কখনো চাঁদে পূর্ণিমা
কখনো অমাবস্যা
আমি গ্রহণ দেখি তোকে ছাড়া
চাঁদনি দেখি তোতে;

সূর্যে নীল আকাশ
মেঘ কাঁদলে কালো
বৃষ্টিতে প্রকৃতি ভেজে
আমি ভিজি তোতে;

চাঁদ ধরতে হাত বাড়িয়ে
স্বপ্ন ধরেছি হাতে
ধরতে পারি নি চাঁদনি আজো
মন পুড়িয়েছি তোতে;

চাঁদ সূর্যে তোকে দেখেছি
মেঘ কান্নায় তুই
তোর ছিলাম তোরই আছি
তোরই হয়ে রই।


মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

অপেক্ষার লাল



অপেক্ষার লাল
- যাযাবর জীবন

সারারাতের নির্ঘুম চোখ
টকটকে লাল;
গোলাপ নয়,
জমাট রক্ত
চোখের কোনে;
হয়তো অপেক্ষার লাল
তোর নেশায়,
ভালোবাসা থেকে বড় নেশা আর কি আছে?
লাল চোখ দেখে ভয় পাস না কিন্তু;
আমি হায়েনা নই,
পুরুষ মাত্র;

প্রেমিক শ্বাপদ নয়
বিপদ হবে না তোর নিশ্চিত,
মাঝে মাঝে হয়তো একটু অস্থির
তোর একটি দুটি চুমুতেই আবার স্থির;

জমাট রক্ত চোখে সারারাত তোর অপেক্ষায়
ভোরে এসে চোখ চুমবি এ আশায়।




মাটির তাচ্ছিল্য



মাটির তাচ্ছিল্য
- যাযাবর জীবন

অন্ধকার ঘরে তোমাদের রেখে আসি
একে একে
মন অন্ধকার করে
আমি অন্ধকার হয়ে;
এক এক বার সাড়ে তিন হাত ছোট ঘরে নামি
সাদা কাফনে তোমাদের মাটিতে রাখি
চোখের জলে,
আমার আর উঠতে ইচ্ছে হয় না ছোট্ট সে ঘর থেকে
তবুও মাটির ওপরে ছেঁচড়ে তুলি মাটির দেহ
ময়লা হতে দেহ ও মনে
রিপুর হাতছানিতে;
কবর হো হো হাসে টিপ্পনীর চোখে
আমার দিকে চেয়ে,
যেন বলতে চায় কেন উঠছিস রে হতভাগা
সেই তো আসতেই হবে ফিরে আমার কোলে;
আমাকে যখন তোমরা শোয়াতে আসবে
ভালো করে পরিষ্কার করে নিও গোসল দিয়ে
ময়লার পরত জমে আছে পুরো শরীরে।



চুমুর গন্ধ



চুমুর গন্ধ
- যাযাবর জীবন

চুমুর গন্ধ এখনো লেগে আছে ঠোঁটের ফাঁকে,
সেই প্রথম চুমু,
শিহরণে মাখা
ঠোঁট কাঁপা কাঁপা
দ্বিধা আর ভয়ে তোর ঠোঁট ছুঁয়েছিল আমার ঠোঁটে,
এখনো চোখ বুঝলেই তোর ঠোঁটের স্বাদ
চুমুর গন্ধ
আমার ঠোঁটে;

এখন আমা থেকে তুই অনেক দূরে
সময়ের পথ ধরে
তবুও কারণ ছাড়াই এখনো রাত জেগে থাকি
আমি এখানে
তোর কথা মনে করে,
অন্ধকারে মন জুড়ে ভালোবাসার বাসি ফুলের গন্ধ;

হয়তো তুইও রাত জাগিস তোর ওখানে
হয়তো আমার কথা মনে করে,
আচ্ছা!
আমাদের প্রথম চুমুর স্বাদ এখনো কি লেগে আছে তোর ঠোঁটে?
বড্ড জানতে ইচ্ছে করে।




শনিবার, ৬ আগস্ট, ২০১৬

বদলে যাওয়া সময়


বদলে যাওয়া সময়
- যাযাবর জীবন

সময়ের পালা বদলে
পুরোপুরি বদলে গেছি আমি
অনেকটাই বদলেছিস তুই
বদলেছে নগর
জনপদ
বদলেছে গ্রাম
আলের সীমানা
ধানক্ষেত
বদলে গেছে নদীপথ
বদলে গেছে কামের চাহিদা
বদলেছে প্রেমের ধরণ
ভালোবাসার কারণ
বদলেছে তোর আর আমার সময়;

এখন তোর জন্য অপেক্ষা নেই আমার
কিংবা আমার জন্য তোর,

এখন আমাদের অপেক্ষায় মাটির ঘর,
আর আমরা গুনছি ঘুম পালকির প্রতীক্ষার প্রহর।


শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

জলকুমারীর ডুব সাঁতার



জলকুমারীর ডুব সাঁতার
- যাযাবর জীবন

ভাটায় চর দেখা যায়
উজানে ধু ধু পানি
নদীর পানি নদীতেই থাকে
চরে পানি বাড়ে আর কমে
জোয়ার ভাটার সাথে সাথে
কচুরিপানা কখনো চরে কখনো জলে,
তুই নদী
আমি ভেসে বেড়াই তোতে
জলকুমারীর ডুব সাঁতার;

রাত কাকে বলে জলকুমারী?
আমি চন্দ্রাহত তোতে,
তুই সূর্য দেখিস আমি অন্ধকার
তোর বৃষ্টি আমার কান্না
তুই চুমু খাস
আমি ঠোঁট চাটি,
তোর জলে বাস
আমি ডাঙ্গার পাখি;
আমায় কি করে খুঁজে পাবি?
জলকুমারী।



বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

রঙিন ফানুস


রঙিন ফানুস
- যাযাবর জীবন

প্রায়ঃশই মনে হয় আমি হয়তো মানুষ নই
হয়তো মানুষের খেলার রঙিন ফানুস,
যার যখন ইচ্ছে আগুন জ্বালায় হৃদয়ে
তারপর মনের আনন্দে উড়িয়ে দেয় আকাশে,
অনেক আনন্দ বুঝি ওড়াতে ফানুস?
কিংবা আমাকে;
আমি আগুনে উড়ি
বাতাসে পুড়ি
তারপর মিলিয়ে যাই দূর দিগন্তে
মানুষ থেকে অনেক অনেক দূরে;

মানুষের সাথে আমার ভালোবাসা হবে কি করে?





স্বভাব অভাবী


স্বভাব অভাবী
- যাযাবর জীবন

অভাব নেই মানুষের ব্যথা দেবার
আরে অভাবী তো সে
ব্যথা দিয়ে হাসে যে
অভাব শুধু স্বজনের ব্যথা বেটে নেবার;

তোর ব্যথার নাম উত্তর মেরু
হিমবাহ আমি দক্ষিণ মেরু
নীল হতে হতে সাদা হয়ে গিয়েছি
ব্যথা সইতে গিয়ে বরফ হয়েছি,
শীতপাখি ওড়ে ব্যথিত ডানায়
তুই হাসতে থাক
আমিও উড়তে শিখেছি একা একা।



বুধবার, ৩ আগস্ট, ২০১৬

ছায়া, মায়া, কায়া



ছায়া, মায়া, কায়া
- যাযাবর জীবন

কখনো আমি আগে
কখনো আমার ছায়া
কখনো ছায়া আগে
পিছু রেখে যায় মায়া;
ভালোবেসে মায়া ধরতে যাই
হৃদয় খুঁড়ে তোকে খুঁজে পাই
তুই আর মায়া
দুজনেই কায়া
চোখের ভ্রমে ছায়া দেখতে পাই
ধরতে গেলে কেও কোথাও নাই
না তুই
না মায়া
না ছায়া
সব মনভ্রম, সব কায়া;

আমার হৃদয়'তো ছুঁয়েছে অনেকেই,
ছায়া ছুঁয়েছে কে?
কিংবা আমাকে?



মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

অর্ধাংশ দম্পতি



অর্ধাংশ দম্পতি
- যাযাবর জীবন

যৌবন কদিনের?
সূর্য মাথার ওপর উঠতে উঠতেই
পাহাড় ঢলে নদী,
না হয় খুব বেশি হলে টেনে টুনে
সন্ধ্যের গোধূলি অবধি;
তারপর তো পুরোটাই রাত
অন্ধকারে শুধুই স্পর্শের অনুভব
কবর অবধি;

প্রায় রাতেই হাতটা তোর বুকের ওপর রাখি
ধুকপুক শব্দে নিশ্চিন্ত হতে
তুই এখনো বেঁচে আছিস পাশে
আমায় সঙ্গ দিতে,
ঘুমঘোরে মাঝে মাঝে অনুভব করি
তোর হাতের আদরের স্পর্শ
আমার বুকের ওপর
তোর নিশ্চিন্ত দীর্ঘশ্বাসে আবার ঘুমিয়ে পরি।

কাওকে না কাওকে তো চলে যেতেই হবে,
আগে;
একা থাকার কষ্ট বোঝে রয়ে যাওয়া দম্পতি;


কাওকে না কাওকে তো চলে যেতেই হবে,
আগে;
একা থাকার কষ্ট বোঝে রয়ে যাওয়া দম্পতি।




অন্ধকারের কবিতা



অন্ধকারের কবিতা
- যাযাবর জীবন

ওরে দুখ জাগানিয়া অন্ধকার পাখি
কেন রাত হয়ে আসিস? ঘন কালো অমাবস্যায়;

তৃষ্ণা পেলেই
তোর ঠোঁটে চুমুক
অসুখ আমার কষ্ট কষ্ট সুখ
তোতে দিয়ে ডুব;
কেমন যেন অচেনা
তো'তে আমার কামনা
আকণ্ঠ তৃষ্ণা
মেটে না বাসনা;
কে ঠাই পেয়েছে নারীর গভীরের? শরীর কিংবা মনের;

তো'তে ডুব দিতেই আমি ডুবে যেতে থাকি
ভেতর থেকে আরো আরো ভেতর
গভীর থেকে আরো আরো গভীর
তারপর অন্ধকার হয়ে মিশে যাই তোতে, রতি সুখে;

ঘোর অমাবস্যায় মন কালো
রাতের কালোতে মিশে
অন্ধকারের কবিতা আঁকি
অন্ধকারে বসে।



প্রহরান্তের হিবিজিবি ভাবনা


প্রহরান্তের হিবিজিবি ভাবনা
- যাযাবর জীবন

রাত
মন খারাপ
ব্যথা
বুকের বাঁ পাশটা
নেই
তুই নেই
মন খারাপ
মন খারাপ

দুপুর
খাঁ খাঁ রোদ
ঝিম
চারদিক ঝিম
একা
খুব একা
মন খারাপ
মন খারাপ

বিকেল
বিষণ্ণতা
লাল
গোধূলি লাল
ফাঁকা
অনেক ফাঁকা
তোকে ছাড়া
তোকে ছাড়া।




সোমবার, ১ আগস্ট, ২০১৬

জীবনের পরিধি



জীবনের পরিধি
- যাযাবর জীবন

জন্ম যদি হয় জীবনের কেন্দ্রবিন্দু
পরিধি মৃত্যু
ব্যাসার্ধ জুড়ে আছে বিভিন্ন সম্পর্ক
কিছু সম্পর্ক রক্তের
কিছু বন্ধুত্বের কিছু ভালোবাসার
তবে সব সম্পর্কই স্বার্থের
রক্ত যদি হয় সম্পর্কের কেন্দ্রবিন্দু
পরিধি সম্পর্কের ইতি
পুরো ব্যাসার্ধে জড়িয়ে আছে স্বার্থ
আমার
তোর
তার
সকলের;

তোর অর্ধেক মন প্রেমের
অর্ধেক স্বার্থ শরীরের
আমার অর্ধেক সম্পর্ক ভালোবাসার
অর্ধেক স্বার্থের
তার অর্ধেক কামনার
অর্ধেক টাকার,
বিনিময় কোথাও না কোথাও আছেই
টাকায়
ভালোবাসায়
স্বার্থে
জীবনে;

জীবনের ব্যাস জুড়ে নানা রঙের মানুষ
নানা রকম সম্পর্ক
নানা প্রকার স্বার্থ,
জন্মে শুরু কেন্দ্রতে
মৃত্যু পরিধিতে,
মধ্যখানের পুরো সময়টাই এ জীবনের পরীক্ষা
পরবর্তী জীবনে সাফল্যের;
জীবন বৃত্তের আকার ছোট বড় হতেই পারে
ফলাফল পরিমাপ শুধুই কর্মে;

কেও ফেল করবে
কেও উৎরে যাবে
কর্মফলের গ্রেড বিনিময় বিচারদিনে
আর মধ্যে কিছু সময় কাটানো মাটির ঘরে
ধনী গরীব সবাই এক কাতারে।




রবিবার, ৩১ জুলাই, ২০১৬

অতিমানব



অতিমানব
- যাযাবর জীবন

জীবনের কালো অধ্যায়গুলো মাথাচাড়া দেয় সুনসান রাতের নিস্তব্ধতায়
মাঝে মাঝে আয়নার দিকে তাকালে স্তব্ধ হয়ে যেতে হয়
যখন পুরনো পাপাচার ব্যঙ্গ করে আয়নার মানচিত্রে
পারদ খসে যাওয়া মানে পাপক্ষয় নয়;
অনুতাপ কাঁদে রাতের গভীরে
ক্ষমা করবে কি প্রকৃতি?
প্রতিরাতে আয়নায় লজ্জিত মুখচ্ছবি দেখি;

পাপাচারের পর যাদের চোখে কান্না ঝরে নি
তারা নমস্য,
আমি অতিমানব খুঁজছি।


ভ্রমণ কল্পলোকে



ভ্রমণ কল্পলোকে
- যাযাবর জীবন

জানালায় হেলান দিয়ে দেখি
আকাশে উড়ছে মেঘের ভেলা
আমারও মন ওড়ে
মেঘ হয়ে মন ভেসে যাই তোর তরে;
আকাশে পাখি ওড়ে, কখনো একলা, কখনো জোড়া
কখনো বা ঝাঁক বেঁধে
আমি মানুষের ঝাঁকে একা হয় যাই তোর কথা মনে এলে
পাখি ডানায় উড়ে যাই তোর ঘরে;
মেঘের ভেলা আর পাখির ডানায় আমি কল্পলোকে
হাতের রেখায় কোথাও খুঁজে পাই না তোকে
মনের খাতায় তুই বুকের মাঝে
বাস্তবে যোজন যোজন দূরে।


অপলাপ


অপলাপ
- যাযাবর জীবন

মনে প্রতিস্থাপিত মন
ঠোঁটে ঠোঁট
শরীর ঘেঁষে শরীরে
কুঁচকানো বিছানার চাদর
সবাই দেখি প্রেম আঁকে;
মনে মন স্পর্শ না হলে
শরীর, শরীর থেকে দূরে থাকলে
চোখে বৃষ্টি নামলে
সবাই দেখি বিরহ ডাকে?

মিথ্যে বলা হবে যদি বলি আমার ঠোঁটে ঠোঁট লাগে নি
সত্যের অপলাপ হবে যদি বলি আমার চোখ লবণ চাটে নি
ভালোবেসেছিলাম কি কখনো?
তোকে?



শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

বিপরীত অনুভূতি



বিপরীত অনুভূতি
- যাযাবর জীবন

তোর তীক্ষ্ণ অনুভূতিগুলো বোঝার ক্ষমতা নেই
আমার অনুভূতিহীন মনের,
আমি কেবলই শরীর বুঝি
তুই শেখাস প্রেম;
তুই জ্যোৎস্না প্রেমিক
চাঁদ আমার কাছে শুধুই রাত বাতি
বৃষ্টিতে তোর কাব্য ভাব
আমার মাথায় ছাতি,
আমি কঠোর বাস্তবে চলি
বাস্তবতায় তোর ভয়
সূক্ষ্ম আর স্থুলো অনুভূতি সামনা সামনি হলে
সম্পর্কের অবশ্যম্ভাবী ক্ষয়;
কোথায় মেঘ?
কোথায় বৃষ্টি?
তবুও আমা'তেই কেন তোকে ভিজতে হয়?
প্রেমে কিংবা কান্নায়,
কাটিয়ে ভালোবাসাহীন সময়।


শরীর সাধনা



শরীর সাধনা
- যাযাবর জীবন

প্রেম ভেতর নয়
প্রেম নয় বাহির
প্রেম কামনা
শরীরে শরীর
গাছের মাথা উঁচু পাহাড় দেখতে
না হোক সঙ্গম, তৃপ্ত আত্মরতিতে;
স্পর্শ প্রেমের শরীর সাধনা
ভালোবাসা খুঁজতে গন্তব্য বিছানা।


বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

শ্রেণিভেদ



শ্রেণিভেদ
- যাযাবর জীবন

তোরা ওপর তলার মানুষ
মস্ত তোদের বাড়ি মাটির অনেক ওপরে আবাস
তোদের হিসাবে আমাদের স্থান অনেক নিচে
টিনের চালা ঘরে'তে আমাদের বাস,
তোদের আর আমাদের মাঝে শ্রেণিভেদের অদৃশ্য পর্দা
পর্দা সরে গেলেই সর্বনাশ;
গাড়ি ছাড়া তোদের এক কদম চলে না
হিম শীতল এসির ঠাণ্ডায়, নরম সিটে এলিয়ে গা
আমাদের হাঁটা পথ শীত গ্রীষ্ম বর্ষায়
কদম মিলিয়ে পায়ে পা;
কখনো চোখাচোখি হয়ে গেলে তাচ্ছিল্য চোখে
বিরক্তিতে মুখ ফেরাস আকাশের দিকে
বড্ড বিব্রত হই আমরাও তখন
হাঁটা ধরি তোদের উল্টো দিকে;
তোদের
আমাদের
উহাদের
তাহাদের
সাদা কালো বাদামী, ওপরের চামড়ার বর্ণ
ভেতরে লাল কাটলে সকলের,
বর্ণ বৈষম্য মানুষেরই তৈরি
উঁচু নিচু ভেদাভেদে মনে'তে বৈরী
জীবন কতদিনের? মরণ অবধি,
মাটির সৃষ্টির মাটিতেই সমাধি;

এত অহংকার কিসের রে তোর?
হে মূর্খ মানব!





স্বপ্ন ঘোরে স্বপ্ন জগতে



স্বপ্ন ঘোরে স্বপ্ন জগতে
- যাযাবর জীবন

রাতের পর রাত তোকে নিয়ে দেখা স্বপ্নগুলো
পুড়ে ছাই ভোরের সূর্যে
হয়তো কিছু বেঁচে যায় মেঘের ছায়ায়
গলে গলে পড়ে বৃষ্টির কান্নায়,
আমার দীর্ঘশ্বাসের ক্লান্ত দিন
আর রোদে পোড়া বৃষ্টিতে ভেজা স্বপ্নগুলো
সূর্য ডোবার অপেক্ষায়
আবার নতুন স্বপ্ন দেখবে বলে, রাতের কালিমায়;
স্বপ্ন ঘোরে স্বপ্ন জগতে বারবার মন ছুটে যায়
স্বপ্ন দেখবে বলে মনের অলীক কল্পনায়।